UpWork এ প্রোফাইল সাজানো নিয়ে কিছু কথা

UpWork এ প্রোফাইল সাজানো নিয়ে কিছু কথাঃ
১. নিজের নাম এবং সঠিক ঠিকানা ব্যবহার করুন।
২. নিজের ছবি, পুরো চেহারা দেখা যায় (স্টূডিও তে গিয়ে তোলা পাসপোর্ট সাইজ ছবি নয়), এবং সম্ভব হলে হাসিখুশি ছবি ব্যবহার করুন।
৩. আপনার স্কিল এর উপর ভিত্তি করে সুন্দর টাইটেল দেয়ার চেষ্টা করুন। যদি আপনার স্কিল হয় লোগো ডিজাইন তাহলে সেটাকে হাইলাইট করে এমন কোন টাইটেল ব্যবহার করুন।
৪. মূল বিবরন লেখার জায়গায় প্রথমে কতদিন ধরে আপনার ফিল্ড এ কাজ করছেন তেমন কিছু দিতে পারেন, আপনার স্কিল এর স্ট্রং সাইড কি কি সেগুলো হাইলাইট করুন। যদি আপনি ওয়েব ডিজাইনার হন তাহলে ওয়েব ডিজাইন এর কি কি কাজ আপনি বেশী ভাল পারেন সেগুলো হাইলাইট করুন।
৫. নিজের কি স্কিলগুলো পয়েন্ট আকারে দিতে পারেন ছোট বিবরণ সহ। অথবা প্যারাগ্রাফ আকারেও দিতে পারেন। আমি পয়েন্ট আকারে দিয়েছি।
৬. চাইলে আপনি এখন পর্যন্ত কতগুলো প্রজেক্টে কাজ করেছেন, আপনার এডুকেশনাল বা প্রফেশনাল এক্সপেরিয়েন্স এর কিছু বিবরন দিতে পারেন।
৭. হাওয়ারলি রেটঃ বুঝে শুনে এটা ফিক্স করুন। নতুন অবস্থায় ৫-১০ ডলার একটি ভাল রেট হতে পারে। তবে এটা পুরোটাই আপনার স্কিলের উপর নির্ভর করে।
৮. Portfolio: নিজের করা ভাল কিছু কাজ সুন্দর করে প্রেজেন্ট করুন। এটাই আপনার জায়গা যা দেখে ক্লায়েন্ট আপনার স্কিল সম্পর্কে আইডিয়া পাবে। যেহেতু আপনি ক্লায়েন্ট কে আপনার পার্সোনাল পোর্টফোলিও লিঙ্ক দিতে পারবেননা তো এই সেকশনটা ভালমত ইউটিলাইজ করুন। গ্রাফিক ডিজাইনার হলে নিজের কাজগুলো সুন্দর করে প্রেজেন্ট করুন। ওয়েব এর কাজ হলে সুন্দর থাম্বনেইল বানান এবং প্রজেক্ট এর বিস্তারিত লিখুন, কি সমস্যা ছিলো এবং আপনি সেটা কিভাবে সল্ভ করেছেন এবং সাইট এর লিঙ্ক দিয়ে দিন।
৯. স্কিল এর ট্যাগগুলো ঠিকমত এড করুন।
১০. পরীক্ষা বা Test: আপনার স্কিল অনুযায়ী কিছু পরীক্ষা দেয়ার চেষ্টা করুন। যদিও এ পরীক্ষাগুলো কতটুকু কাজে দেয় এটা আমি নিশ্চিতভাবে বলতে পারছিনা, তবে যেহেতু এই সেকশনটি UpWork রেখেছে তো এটার একটি ভ্যালু অবশ্যই আছে।
১১. Certificate: UpWork এক্সেপ্ট করেবে এমন কোন সার্টিফিকেট থাকলে এড করুন। না থাকলে সম্ভব হলে সার্টিফিকেশন কোর্স করুন এবং এড করুন। সার্টিফিকেটটি আপনার স্কিল এর পাশাপাশি আপনি যে সঠিক নাম দিয়ে আপনার একাউন্ট করেছেন সেটিও প্রমান করে তাই সম্ভব হলে এটি এড করার চেষ্টা করুন।
১২. Employment History, Education : আগে কোথাও কাজ করে থাকলে এবং কি পড়াশোনা করেছেন এগুলো নিজ নিজ সেকশনে দিন।
* উপরে প্রত্যেকটি ব্যপার গ্রুপে অনেকবার অনেকেই বলেছে, গ্রুপের বাইরেও অনেকে বলেছে, তারপরেও এই রিলেটেড অনেক প্রশ্ন আসে প্রতিদিন। তাই আবার লিখলাম।
** নিজের নাম-পরিচয়, স্কিল সব কিছু নিয়ে সৎ থাকুন। প্রতারকের কথায় বিভ্রান্ত হয়ে নিজের নাম-পরিচয়, স্কিল পরিবর্তন করে একাউন্ট খুলবেন না। আপনি সৎ থাকলে ভাল কিছু আপনার সাথে অবশ্যই হবে।