Premium Course
Trending

Professional SEO (Search Engine Optimization) by MD Omar Makki (Basic To Advance)

Contents

Professional SEO (Search Engine Optimization) by MD Omar Makki ???? (Basic To Advance) ????

 

SEO (Search Engine Optimization) কি? ????????

 
যার মাধ্যমে কোন সাইটকে Search Engine এর প্রথম page এ আনা যায়।
 
SEO (Search Engine Optimization) কি তা সহজ ভাষায় বললে বোঝায় যে পদ্ধতির মাধ্যমে কোন ওয়েভসাইট বা কি-ওয়ার্ড কে Search Engine এর প্রথম পেজে নিয়ে আসা যায় তাকেই SEO (Search Engine Optimization) বলে।
 

এখন হয়ত আপনার মনে হতে পারে যে, প্রথম page এ আনা কি গুরুত্বপূর্ণ? ????????

 
অবশ্যই তা গুরুত্বপূর্ণ। কেননা, আপনি যখন Google এ কোন কিছু খুঁজেন, তখন কিন্তু প্রথম page এ যদি তার জন্য কোন website পান তাহলে আর দ্বিতীয় page এ যান না।
 
কেননা, আপনার সমস্যার সমাধান টা প্রথম page এ আছে। তাই আপনাকে আর দ্বিতীয় page এ যেতে হচ্ছে না।
 
তাই সব website এর মালিকরা চান যে, তার website টা Search Engine এর প্রথম page এ থাক। এখন চাইলেই যে কোন website Search Engine এর প্রথম page এ আসতে পারে না। এর জন্য Search Engine গুলো কিছু নিয়ম দিয়ে থাকে।
 
এই কাজ গুলো যার website এ করা থাকে Search Engine গুলো তার website কে প্রথম page এর প্রথমে নিয়ে আসে। আসা করি বুঝতে পারছেন।
 
একটা উদাহারণ এর মাধ্যমে বিষয়টা আরও ভাল ভাবে বুঝা যাবে। ধরুন, আপনি Google এ গিয়ে লিখলেন Best Cat Food 2019
 
এখন Google আপনাকে প্রথম page এ এমন ১০ টা রেজাল্ট দেখাবে, যাদের website এর SEO (Search Engine Optimization) করা আছে।
 

???? কেন SEO (Search Engine Optimization) গুরুত্বপূর্ণ ? ????????

 
SEO (Search Engine Optimization) আজকের দিনে অনেক গুরুত্বপূর্ণ । আমি যদি আরও বুঝিয়ে বলি তাহলে বলতে পারি যে আপনারা তা ভাল ভাবে বুঝতে পারেবেন।
 
ধরণ আপনার একটি বিড়ালের খাবারের ওয়েভসাইট আছে। যেখান থেকে আপনি অনলাইনে বিড়ালের খাবারের বিক্রি করেন।
 
এখন আপনি বিড়ালের খাবারের বিভিন্ন বিষয় নিয়ে যদি হাজার হাজার শব্দের লিখা লিখে রাখেন কিন্তু কেউ তা জানে না। তাহলে তার কিন্তু কোন ফায়দা নেই।
 
ওয়েভসাইটের কথা বাদ দেন। ধরণ গুলশানের কোন একটা দোকান আপনার। আপনি সেখানে বিড়ালের খাবারের এত দিন বিক্রি করেন।
 
আপনি আপনার বিক্রি কে আরও বেশি করার জন্য কি কি করবেন?
 
আপনি হয়ত মার্কেটের বিভিন্ন জায়গায় আপনার দোকানের পরিচিতি কে বাড়ানোর জন্য লিপলেট, ব্যানার ইত্যাদি টানাবেন।
 
এটা হচ্ছে আফ লাইন মার্কেটিং। ঠিক তেমনি ভাবে এস ই ও হচ্ছে অন লাইন মার্কেটিং। এটা কে আপনি ডিজিটাল মার্কেটিং ও বলতে পারি।
 
আজকের দিনে অন লাইনে মার্কেটিং এর কোন বিকল্প নেই। আপনাকে বিজনেসের জন্য তা করতেই হবে।
 
আপনি যদি ভাল ভাবে SEO (Search Engine Optimization) নাই করেন তাহলে আপনার ওয়েভসাইট কে কেউ জানবেই না ।আর না জানলে আপনার বিজনেস হবে না। তাই SEO (Search Engine Optimization) জরুরী।
 
SEO (Search Engine Optimization) হচ্ছে ডিজিটাল সেলস এন্ড মার্কেটিং ডিপার্টমেন্টের অন্যতম বৃহৎ অংশ। সাধারন কথায় বলতে গেলে Google বা অন্যান্য সার্চ ইঞ্জিন গুলোতে অনলাইন ভিত্তিক ওয়েবসাইট বা ব্যবসার মার্কেটিং করাই হচ্ছে SEO (Search Engine Optimization).শিখতে সহজ হওয়ায় নতুনদের অনেকেই এটা দিয়েই শুরু করতে চায় অনলাইন ক্যারিয়ার। যদি কাজ জানা থাকে আর কিছু করার ইচ্ছা থাকে তাহলে এই সেক্টরে ফ্রীল্যান্সিং এর পাশাপাশি নিজের ব্যবসা করারও সুযোগ থাকছে।
 
SEO (Search Engine Optimization) হচ্ছে গুগল সহ বিভিন্ন সার্চ ইঞ্জিনে যে কোন অনলাইন ভিত্তিক ব্যবসা বা ওয়েবসাইটকে মার্কেটিং করা যার মাধ্যমে ফ্রীতেই বিপুল পরিমাণ সেলস/Visitor নিয়ে আসা সম্ভব। এটি হচ্ছে সিম্পল কিছু মার্কেটিং টেকনিক ????
 
যেহেতু এর মাধ্যমে সার্চ ইঞ্জিন থেকে ফ্রীতে পাওয়ারফুল সেলস/Visitor আনা যায়, আর তাই ইন্টারনেটে প্রচার করতে গেলে যে কোন কোম্পানীর SEO (Search Engine Optimization) করা লাগবেই লাগবে।এজন্যই এসইও এর এত গুরুত্ব।
কারন SEO (Search Engine Optimization) ছাড়া অনলাইনে দীর্ঘস্থায়ী ব্যবসা কল্পনা করা যায় না।এক কথায়, Google সহ বিভিন্ন সার্চ ইঞ্জিনে একটি ওয়েবসাইট প্রোমোট করার টেকনিক হচ্ছে এই SEO (Search Engine Optimization)
 

???? SEO (Search Engine Optimization) কেন প্রয়োজন? ????????

 
কেন প্রয়োজন আশা করি বুঝে গেছেন এতক্ষণে। SEO (Search Engine Optimization) এর একটাই প্রয়োজনীয়তা। তা হলো সার্চ ইঞ্জিনে কোন একটা ওয়েবসাইটে প্রথমে দেখানো। এটাই একমাত্র উদ্দেশ্য। এখন এই উদ্দেশ্য কেন?
 
সহজ উত্তর। সাইটে ভিজিটর নিয়ে আসার জন্য। মানুষ সার্চ করবে কিছু দিয়ে, আপনার সাইট আগে আসবে। ভিজিট করবে তথ্য বা অন্যকিছুর জন্য।

 

???? ভিজিট করলে লাভ কি? ????????

 
অনেক রকমের হতে পারে।
 
ব্যক্তিগত সাইট হলে মানুষ আপনার সম্পর্কে জানবে। আবার আপনি যদি কিছু সবার মাঝে শেয়ার করতে চান তা সবাই সহজে পাবে। যেমন: আমার নিজের এই ওয়েবসাইটটা।
 
এড থেকে আয় করা। সাইটে এড থাকবে। এটা থেকে আয় হবে। যেমন: প্রথম আলো। আবার ভিজিটর এডে ক্লিক করলে আয় হতে পারে। যেমন: Google Adesnse
 
পণ্য বিক্রি করা। সাইটটি যদি কোন পণ্য বিক্রির হয় তাহলে ভিজিটর সার্চ দিবে। সাইটে আসবে এবং পছন্দ হলে পণ্য কিনবে।
 
তাহলে কি বুঝলাম? ভিজিটর আনাই হলো SEO (Search Engine Optimization) এর একমাত্র লক্ষ্য।

 

???? এই কোর্সটি শেখার পরে আপনি কিভাবে আয় করতে পারবেন? ????????

 
SEO (Search Engine Optimization) হচ্ছে এমন একটি সেক্টর যা অনলাইনের প্রায় সকল সেক্টরের সাথেই কোন না কোন ভাবে কানেক্টেড। এছাড়া ডিজিটাল মার্কেটিং এর অংশ হওয়ার জন্য আপনি যে কাজই করেন না কেন এসইও সম্পর্কে জানা থাকাটা অত্যন্ত জরুরি। এজন্য এসইও আপনাকে জানতেই হবে।যেহেতু এটি মার্কেটিং এর অংশ তাই এই কোর্সটি করার মাধ্যমে হাজারো রকম উপায় আয় করা সম্ভব।
 

তবে নিচে কিছু কমন উপায় দেয়া হলঃ ????????

 
Amazon Affiliate Marketing এর মাধ্যমে আয় করা সম্ভব, এক্ষেত্রে অ্যামাজনের নিয়মকানুন জানা থাকলেই হবে
যে কোন অ্যাফিলিয়েট মার্কেটিং এ আপনাকে হেল্প করবে
নিজের ওয়েবসাইটে/ব্লগে এসইও করে ট্রাফিক নিয়ে এসে আয় করা যাবে
Google Adsense এর ইনকাম বাড়ানো যাবে- যেহেতু SEO (Search Engine Optimization) এর মাধ্যমে ট্রাফিক জেনারেট করা যায়
ইউটিউব ভিডিও র্যাংক করানো এবং এর মাধ্যমে ইউটিউব থেকে আয় করা সম্ভব
ক্লাইন্টের কাজ করা তথা ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস গুলো যেমন- আপওয়ার্ক, ফ্রীল্যান্সার, ফাইভার ইত্যাদিতে কাজ করা যাবেই
কমার্স সাইটে SEO (Search Engine Optimization) অ্যাপ্লাই করে সেলস বাড়ানো সম্ভব
লোকাল কোন কোম্পানীতে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজার হিসেবে চাকরী করা যাবে
 
আমরা নিজেরাই গত প্রায় ৫ বছর ধরে SEO (Search Engine Optimization) এর কাজ করে আসছি, কাজেই আমরাই ভাল জানি আপনার সফলতার জন্য কি কি প্রয়োজন
 

???? আপনি কেন শিখবেন? ????????

 
আপনি এটা শিখে অন্যের ওয়েবসাইট কে সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজ করার বিনিময়ে টাকা আয় করতে পারেন।
 
আপনার যদি নিজের ওয়েবসাইট থাকে। ওখানে ভিজিটর আনতে চান বা এড থেকে আয় করতে চান তাহলে।
 
আপনার যদি নিজের কোন পণ্য থাকে এবং তা বিক্রি করতে চান তাহলে।
 
অনলাইনে আপনি যে সেক্টরেই কাজ করতে চান না কেন, এসইও শেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি এসইও জানেন তাহলে যে সেক্টরেই আপনি বাকীদের থেকে এগিয়ে থাকবেন, আর যদি আপনি এসইও এর কাজ করেই আয় করতে চান তাহলে তো এসইও এর কাজ অবশ্যই ভালভাবে শিখতে হবে। আর শুধুমাত্র এসইও জানলে আপনি অনলাইনে আয় করতে পারবেন, এর সাথে অনলাইনে আপনার অন্যান্য খাতেও অনেক হেল্প করবে এই এসইও। কারন গুগল ছাড়া যেমন অনলাইন অচল তেমনি এসইও ছাড়া আপনি অনলাইনের বিশাল দুনিয়া থেকে পেছনে পড়ে থাকবেন। কাজেই অনলাইনে আয় এবং অনলাইনে আপনার জ্ঞানকে আরও সমৃদ্ধ করার জন্য এসইও শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
 

????‍???? কে শিখাবেন? ????????

 
মুল প্রশিক্ষক জনাব মোঃ ওমর মাক্কী (MD Omar Makki) বিগত ৬ বছর ধরে SEO (Search Engine Optimization) নিয়ে কাজ করছেন, বিভিন্ন কর্পোরেট ব্র্যান্ড এর সাথে। । বর্তমানে তিনি Makki Brothers LTD. & Develop Digital Skills এর CEO হিসেবে কর্মরত আছেন।
 

কেন এই কোর্স ? ????

 
আমাদের এই কোর্সটাই কেন করবেন, তার কারন হল মোঃ ওমর মাক্কী (MD Omar Makki) খুব ভালভাবে শিখাতে পারে 🙂 এটা আমাদের কথা না, বরং আমাদের ৩০০+ স্টুডেন্টদের কথা। তাদের সবাই একদম সফল হয়ে অনেক কিছু করে ফেলেছেন, এমনটা না, সেরকম হওয়ার কথাও না। আসলে, অনেক ভাল ভাল এক্সপার্ট রয়েছেন চারপাশে নিঃসন্দেহে, কিন্তু এক্সপার্ট হওয়া এবং একইসাথে ভাল মেনটর হতে পারা এক জিনিস নয়। এটা আমরা কম-বেশি সবাই নিজেদের এডুকেশন লাইফে বুঝে এসেছি।
 
দ্বিতীয় কারন হল, মোঃ ওমর মাক্কী (MD Omar Makki) গৎবাঁধা প্রচলিত কথাবার্তা দিয়ে ভিডিও করে টিউটোরিয়াল করেনা, বরং সলিড SEO (Search Engine Optimization) শিখাই, যেটা আপনার “রিয়েল ক্যারিয়ার” গড়তে সাহায্য করবে, যেই ক্যারিয়ার নিয়ে আপনি কনফিডেন্সের সাথে মাথা উচু করে বন্ধু-বান্ধব, আত্নীয়-স্বজনদের সাথে কথা বলতে পারবেন। এমন ক্যারিয়ার না যে লুকায় লুকায় কি করেন কাউকে কিছু বলতে পারেন না। আর আমরা নিজেরা সম্পূর্ন হালাল উপায়ে চলার চেষ্টা করি, তাই আমাদের শিখানোর মধ্যেও সেরকমই পাবেন, যেটা হয়ত আপনাদের অনেক মুসলিম ভাই-ব্রাদারের কাছেই খুব গুরুত্বপূর্ন।
 
আমরা বিশ্বাস করি, একজন অগ্রপথিকই অন্যদের পথের নির্দেশনা দিতে পারেন। তাই SEO (Search Engine Optimization) ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রশিক্ষকের তত্বাবধানে পরিচালিত এই কোর্সে আপনি পাবেন এক অনন্য দিকনির্দেশনা, গোপন ফর্মূলা ও কার্যকরী পদ্ধতিসমূহ যা কেবল প্রফেশনালরাই ব্যাবহার করে থাকেন।
 

????‍???? এই কোর্স কাদের জন্যঃ ????

 
ব্যাবসায়িক উদ্যোক্তা, যারা নিজের ব্যাবসার মার্কেটিং ও সেলস এ সামনে থেকে নেতৃত্ব দিতে চান।
মার্কেটিং ও সেলস প্রফেশনাল
যাদের ওয়েভসাইট আছে বা ওয়েভসাইট নিয়ে কাজ করে, তাদের ওয়েভসাইটের অরগানিক ট্রাফিক ও সেল বাড়ানোর জন্য
ব্রান্ড ডেভেলপমেন্ট নিয়ে যারা কাজ করেন
আপনার যদি নিজের ওয়েবসাইট থাকে। ওখানে ভিজিটর আনতে চান বা এড থেকে আয় করতে চান তাহলে
 

???? কোর্স ফি কত? ????????

 
???? ৮,০০০ টাকা (আগের কোর্স ফি ১২,০০০টাকা, ৪,০০০টাকা ডিস্কাউন্ট চলছে অল্প কিছু সিটের জন্য। তাই আপনার সিট আপনি বুকিং করুন এখুনি )
 

???? কিভাবে পেমেন্ট করবো? ????????

 
বিকাশ পার্সোনাল একাউন্ট
রকেট একাউন্ট
ব্যাংক একাউন্ট
অথবা সরাসরি অফিসে এসে।
 

কবে ও কখন হবে? ????????

 
তারিখঃ ১ জুলাই ২০১৯ থেকে ১ সেপ্টেম্বর ২০১৯
সময়ঃ ২ মাস, প্রতি সাপ্তাহে ৩টা ক্লাস হবে এবং প্রতি শুক্রবার ঐ ক্লাস গুলোর পরীক্ষা নেয়া হবে। (প্রতি ক্লাস ২ ঘন্টা করে)
ব্যাচ সংখ্যাঃ ১ টি (সন্ধ্যা ৭ টা থেকে রাত ৯ টা) [যদি কারো সকালে অথবা অন্য সময়ে কোর্সে যোগ হতে চান তাহলে আমাদের জানান ]
আসন সংখ্যাঃ ১৫ জন প্রতি ব্যাচে
 

???? কোথায় হবে? ????????

 
ইনোভেটিভ কম্পিউটার ট্রেইনিং সেন্টার, দোকান নং – ০৬, ব্যাটালিয়ান বৌ-বাজার, জামেউল উলুম মাদ্রাসা, কাফরুল থানা ও পুলিশ লাইনের অপর পাশে, মিরপুর-১৪, ঢাকা, বাংলাদেশ।
 

????‍???? কি কি পাবো? ????????

 
দক্ষ প্রশিক্ষকের তত্বাবধানে হাতে কলমে ডিজিটাল মার্কেটিং শেখার সুযোগ
সার্টিফিকেট (সরকারি ও প্রাতিষ্ঠানিক)
কোর্স পরবর্তি আজীবন ফ্রি সাপোর্ট
 

বিস্তারিত জানতে কল করুনঃ ????

 
???? 015 37 65 26 63
 

???? Trainer Online Profile ????????

 
Trainer Website – MDOmarMakki.Org
Trainer Blog – MDOmarMakki.org/blog
Trainer Fan Page – MD Omar Makki
Trainer FB ID – MD Omar Makki
Our Official Group – Develop Digital Skills
 
????‍???? See Our Crourse Modules <3 SEO (Search Engine Optimization) Course Modules
Professional SEO (Search Engine Optimization) by MD Omar Makki (Basic To Advance)
Professional SEO (Search Engine Optimization) by MD Omar Makki (Basic To Advance)
 
তবে একটি কথা, অবশ্যই আমরা এখানে ব্যাবসা করতে এসেছি, তবে সেটা আপনার উপকারের কথা মাথায় রেখেই। আমরা চাই, আপনাদের জন্য ভাল কিছু করতে, কিন্তু সেটার জন্য আমরা পারিশ্রমিক নিব না এই নীতিতে আমরা বিশ্বাস করি না। তবে আমরা সব সময়ই চেস্টা করি নামমাত্র মূল্যে সবচাইতে সেরাটাই আপনাদের দিতে। আশা করি বরাবরের মত আপনারা আমাদের সাথেই থাকবেন।

MD Omar makki

My name is MD Omar Makki, I’m working as Web Developer/Designer, SEO (Search Engine Optimization), SMM (Social Media Marketing), SMO (Social Media Optimization), Hosting Provider, SMA (Social Management Account), Business Adviser, E-Commerce Business Developer from last 6 years.

Related Articles

Back to top button
error: Alert: Content is protected !!