Payment Policy
MDOmarMakki.Org আর্নিং টার্মস এন্ড কন্ডিশনসঃ
- ১ জানুয়ারী 2019 থেকে নতুন পোষ্ট করলে আপনার পোষ্ট এর মানের উপর নির্দিষ্ট পরিমান টাকা আপনার একাউন্ট এ যুক্ত হয়ে যাবে।
- সাইটের পুরো লাভের উপর, পোষ্টের মানের উপর আপনি কতো টাকা পাবেন তা নির্ধারিত হবে। সুতরাং আপনার একাউন্টে প্রতিদিন ঠিক কতো পরিমান টাকা যুক্ত হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।
- আপনাকে অবশ্যই MDOmarMakki.Org তে পোষ্ট করার জন্য প্রনিত নীতিমালা মেনে চলে স্বার্থহীন ভাবে সকলের সাথে জ্ঞান বিতরনের উদ্দেশ্যে পোষ্ট করতে হবে। যদি এর ব্যতিক্রম হয় সে পোষ্টের জন্য কোন টাকা পাবেন না।
- আপনি আগের কোন পোষ্ট এর জন্য টাকা পাবেন না।
- আপনার ইনকাম সর্বনিন্ম 10 টাকা হলে আপনি পেমেন্ট এর জন্য আবেদন করতে পারবেন (বিকাশ অথবা ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং অথবা রিচার্জ) (DBBL or Rocket Payment Off)
- আপনার ফাইনাল পেমেন্ট দেয়ার আগে এডমিন গন রিভিও করে কোন সমস্যা খুজে পেলে পেমেন্ট বাতিল/ পেমেন্ট এমাউন্ট কমানো এই ধরনের একশন নিতে পারে। সেক্ষেত্রে আপনাকে নোটিশ দেয়া হবে।
- এই আর্নিং সিষ্টেম টা সম্পূর্ন MDOmarMakki.Org এর লাভের উপর নির্ভরশীল… সুতরাং এটাকে ওয়েবসাইটের উন্নতির কথা ভেবে যেকোন সময় এডমিন গন বন্ধ অথবা চালু করতে পারেন |