Digital Marketing Tips

What is Funnels? How Marketing Funnels Work

ফানেল একটি ইংরেজি শব্দ। এই শব্দ দিয়ে যে জিনিসকে বুঝানো হয় টা হল আমরা যখন একটি বোতলে তেল ঢালি তখন একটি বন্তু ব্যবহার করি যা দ্বারা তেল পরে যাওয়ার সম্ভাবনা থাকে না। নিচে ফটোতে দেখা যাচ্ছে।

মার্কেটিং ফানেল হচ্ছে ঠিক এটার মত। যেমন,
আপনি একটি অ্যাড ৫ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিলেন কিন্তু এই ৫ লক্ষ মানুষের থেকে মাত্র বিক্রি হল ১০০টি তাহলে বাকি যারা আগ্রহী ছিলো কিন্তু এক দেখাতেই ডিসিশন নিতে পারেনি তাই কিনে নি – তাদের কিভাবে আবার ডিসিশন নিতে সাহায্য করা যায়।

সেই প্রসেসকেই বলা হয় ফানেল। সভ্য ভাষায় কোল্ড বায়ার কে হট করে সেল কনফার্ম করা।

ফানেল করতে কি কি লাগে?

আগে বুঝি আমরা কি কি করছি? আমরা পেজে একটা পোষ্ট করি তারপর সেই পোষ্টকে বুস্ট করি যাতে ৫০হাজার মানুষের কাছে পৌঁছে যায়। তারপর সেখান থেকে কিছু সেল আসে। সেল আসলে আমরা খুশি হই আর না আসলে বলি বুস্ট কাজ করে না।
একটু চিন্তা করুন এই বুস্ট শেষে আপনি কি কি পেয়েছেন? শুধু কয়েকটা লাইক আর অল্প কিছু সেল – আহ। হইতো আমার জানাও নাই আমি কত কিছু মিস করেছি।

১ ) ফানেল করলে আমি ডাটা পেতাম সেই ডাটা দিয়ে যা ইনস্ট্যান্ট ক্রয় করে নি তাদের আবার রিটার্গেট করতে পারতাম।
২) ফলোআপ দেয়া হতে বঞ্চিত হলাম।
৩) অনেক সেল থেকে পিছিয়ে পরলাম।
এই ডাটা কেন জরুরী –

১) ডাটা ছাড়া কি সারা জীবন এই বুস্ট করে যাবেন?
২) আপনার কাছে যদি ২০০০০ পটেনশিয়াল বায়ার থাকে তাদের ইচ্ছে করলেই যদি ম্যাসেজ করে আপডেট দিতে পারেন তাহলে কি বুস্ট করে ডলার নষ্টের দরকার আছে?

তাহলে হইতো এখন বুঝে আসছে ফানেল কেন জরুরী – ফানেল অনেক ভাবেই করা যায়। এটা আসলে নির্দিষ্ট কোন ওয়ে নাই।

Abu Bakkar

Content Writer and Author in Amazon Book. You can learn more from this blog. So follow & check regular content.

Related Articles

Back to top button
error: Alert: Content is protected !!