Bangla ArticlesBusiness IdeaBusiness TipsEarning Tips & Tricks
কেমন হবে আগামীর স্টার্টআপ পৃথিবী?

আজ একটা লিস্ট দিই আপনাদের; আজ থেকে দশ বছর পর এই লিস্টটা মিলিয়ে নিয়েন!
ভবিষ্যতে কোন দশটা সেক্টরে স্টার্টআপ সবচেয়ে বেশী সফল হবে৷
- কেয়ারগিভার সোজা বাংলায় পরিচর্যাকারী( জাপানে এটার সবচেয়ে বেশী ডিমান্ড)
- এডুটেক অর্থাৎ শিক্ষা নিয়ে স্টার্টআপ
- ট্রাভেল স্টার্টআপ এটার পরিধি অতি দ্রুতই বাড়ছে
- ওয়েস্ট ম্যানেজমেন্ট স্টার্টআপ– নেক্সট বিগ থিং এটা
- অর্গানিক এগ্রো স্টার্টআপ: এটা টপ ফাইভে থাকবে যে কোন সময়েই হোক না কেন
- ডিজিটাল কনসাল্টিং, আমরা অলরেডি আর্টিফিশয়াল ইন্টেলিজেন্সের যুগে চলে আসছি! তাই এই ডিজিটাল কনসাল্টিং কেমন হবে আন্দাজ করে নিন
- ক্রিপ্টোকারেন্সি; অনেকেই বুঝতে পারছেন না এখনো এই জিনিসটা; তবে এটা বেশ বড়সড় প্রভাব তৈরী করবে তা বলার অপেক্ষা রাখেনা
- ডিজিটাল কন্টেন্ট মেকিং; এটার যুগে আমরা অলরেডি আছি খালি দেখেন দশ বছর পর কই যায় এই জিনিস
- ইনফরমেশন সিকিউরিটি বেইজড স্টার্টআপ; তথ্যই সম্পদ আর সম্পদের নিশ্চয়তা নিশ্চিত করতে নিত্য নতুন স্টার্টআপ আমরা হরদমই পাবো নিশ্চিত থাকেন এটা নিয়ে
- ডিজিটাল মিডিয়া; নেটফ্লিক্স বা Amazon prime কে দেখেন! মানুষের টেস্ট বদলে যাচ্ছে, বিনোদনের মাধ্যমও বদলাবে এটাও ধ্রুব সত্য