গ্রামীণসিমে প্রথমবার বায়োস্কোপ এ্যাপস ইনস্টল করে ফ্রিতে নিয়ে নিন ১ জিবি
গ্রামীণসিমে প্রথমবার বায়োস্কোপ এ্যাপস ইনস্টল করে ফ্রিতে নিয়ে নিন ১ জিবি বায়োস্কোপ এমবি,যারা কখনো নেননি তাদের জন্য

আসসালামু আলাইকুম, আশাকরি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি।আর MDOmarMakki.Org এর সাথে থাকলে অবশ্যই ভালো থাকবেন।তাইতো আবারো আজ লিখতে বসলাম কিভাবে আপনারা গ্রামীণসিমে ১ জিবি বায়োস্কোপ এমবি ফ্রিতে নিবেন। তো অফারটা সবাই পাবেন না, এই অফারটা একমাত্র তারাই পাবেন যারা কখনো বায়োস্কোপ এ্যাপসটা ব্যবহার করেননি অর্থাৎ কখনো বায়োস্কোপ এ্যাপসটি ইনস্টল করে নাম্বার দিয়ে প্রবেশ করেননি।তবে আপনার যদি এমন কোনো গ্রামীণ সিম থেকে থাকে যেটা দিয়ে আপনি বায়োস্কোপ এ্যাপসটিতে ঢুকেননি তবে আপনি অফারটা উপভোগ করতে পারবেন।পোষ্টে অনেকগুলো স্কিনশর্ট দিয়ে বোঝানো সম্ভব না কিভাবে নিবেন তাই নিচে ইউটিউব ভিডিও লিংক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিবেন,তবে সেখানে হ্যাকসিস্টেম বলা আছে যেটা বর্তমানে অফ হয়ে গিয়েছে,তাই শুধু আপনারা ওইভাবে ১ জিবিই নিতে পারবেন।আরেকটা কথা না বললেই নয়,ভিডিওটিতে যেভাবে বলেছি সেভাবে করবেন ভুল করলে এমবিটা নাও পেতে পারেন, তো আসুন এবার দেখেনিই আমি যেটা বললাম বায়োস্কোপ ১ জিবি ফ্রিতে দিচ্ছে কিনা সেটার প্রমাণটা।নিচের স্কিনশর্টটা লক্ষ করুন বায়োস্কোপের একটা ফেসবুক পোষ্টে সেখানে তারা কি বলেছে।
আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।