Bangla ArticlesBlogging TipsYouTube Tips

টিভি চ্যানেলের নিউজ ও ইউটিউব কপিরাইট ক্লেইম থেকে বাঁচার উপায়

Contents

টিভি চ্যানেলের নিউজ ও ইউটিউব কপিরাইট ক্লেইম থেকে বাঁচার উপায়

আমরা সবাই চাই ইউটিউব থেকে একটি ভাল পরিমাণ টাকা আয় করতে। ভাল মানের ভিডিও বানানোর পরেও আমরা আয় করতে পারি না বিভিন্ন কারণে, তার মধ্যে একটি হল কপিরাইট ক্লেইম। আগে কন্টেন্টের আসল মালিক স্ট্রাইক দিলেই কপিরাইট ক্লেইম আসত।

কিন্তু বর্তমানে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা এতই শক্তিশালী যে আসল মালিকের ভিডিও খুঁজে না পেলেও চলবে। ইউটিউব নিজেই আপনাকে কপিরাইট স্ট্রাইক দিবে যদি আপনি কারো কন্টেন্ট ব্যবহার করে থাকেন।

কিন্তু ভিডিওর প্রয়োজনে আপনাকে হয়ত কিছুটা নিউজ ফুটেজ নিতেই হচ্ছে, এমন অবস্থায় কি করবেন?

এর থেকে বাঁচার উপায় ইউটিউবের নিজস্ব এডিটরে দেয়াই আছে।

সেটি হলো টিভি চ্যানেলের লোগো ঝাপসা (Blur) করে দেওয়া। কারণ, ঐ টিভি চ্যানেলগুলোর অনলাইন নেটওয়ার্কের মাধ্যমে আপনার ভিডিওকে ক্লেম করা হয়। আপনি লোগো Blur করে দিলে নেটওয়ার্কের পক্ষে আপনার ভিডিওটি পৃথকভাবে চিহ্নিত করা সম্ভব হয় না।

এই ঝাপসা (Blur) করার কাজটি আপনি খোদ ইউটিউব স্টুডিওতে (Youtube Studio) করতে পারেন।
Youtube Studio এর হোমপেজে Videos এর অপশানটি সিলেক্ট করুন।

আপনার ভিডিওগুলির একটি লিস্ট আসবে। যে ভিডিওটিতে আপনি Blur প্রয়োগ করতে চান সেই ভিডিওটির ওপর সিলেক্ট করুন।

বাঁ দিকের মেনু থেকে Editor সিলেক্ট করুন।

তারপর Add Blur এর অপশানটিতে ক্লিক করুন।

টিভি চ্যানেলের লোগোর জায়গায় Blur করার জন্যে Edit এর অপশানটি ক্লিক করুন।
ভিডিওটি পজ করুন ( । । ) এই অপশানটিতে ক্লিক করে। আয়তক্ষেত্রাকার বাক্সটিকে মাউসের সাহায্যে সিলেক্ট করে টেনে টিভি চ্যানেলের লোগোর ওপর নিয়ে যান।

Done এ ক্লিক করুন।

তারপর Save করে নিন।

 

বিঃদ্রঃ Tech Makki এর রয়েছে ডিজিটাল মার্কেটিং এর বিশেষ ইন-হাউজ এক্সপার্ট টিম। আপনার ফেসবুক মার্কেটিং, ইন্সটাগ্রাম মার্কেটিং , ভিডিও এডিটিং, ও ইউটিউব মনিটাইজ রিকোয়ার্মেন্ট ফিলাপ করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনার সেবায় আমাদের চোখ ২৪*৭ খোলা

source – marketing clew

Abu Bakkar

Content Writer and Author in Amazon Book. You can learn more from this blog. So follow & check regular content.

Related Articles

Back to top button
error: Alert: Content is protected !!