Bangla ArticlesBusiness IdeaDigital Marketing TipsE-Commerce Tips & tricksFacebook Tips & TricksFreelancing Tips

কিভাবে পেজ এ WhatsApp add করব?

Contents

এই জিনিস টি হয়তো আপনি অনেকদিন থেকে খুজতেছিলেন

এখন আপনি আপনার whatsapp number, facebook page এ add করতে পারবেন। কেন করব?

১। Whatsapp এ মেসেজ করলে আপনি তার মোবাইল নম্বর পেয়ে যাচ্ছেন।

২। Whatsapp মেসেজ more quicker and comfortable.

3. Facebook paid ads এ WhatsApp, call to action button ব্যবহার করতে পারবেন।

 

কিভাবে পেজ এ whatsapp add করব?

 

Step 1: আপনা পেজের admin হতে হবে। settings এ যান। বামপাশে whatsapp tab দেখতে পাবেন। click করুন।

Step 2: Whatsapp number, add করুন এবং verify করুন।

Step 3: Facebook message button এর পাশে edit option এ গিয়ে whatsapp select করুন। That’s all. Now enjoy.

Whatsapp button add করলে, আপনি শুধু whatsapp button দেখতে পাবেন। But অন্য user রা whatsapp and facebook messenger দুটাই দেখতে পাবে।

এরপর কারো সমস্যা হলে youtube এ search করে video দেখে নেবেন।

আপনার পেজে Whatsapp button, add করে comment এ link দিন। এই article টা আপনার জন্য helpful হয়েছে কিনা জানান।

Abu Bakkar

Content Writer and Author in Amazon Book. You can learn more from this blog. So follow & check regular content.

Related Articles

Back to top button
error: Alert: Content is protected !!