৯ টি সৃজনশীল ওয়েবসাইট ডিজাইন আইডিয়া

Contents
৯ টি সৃজনশীল ওয়েবসাইট ডিজাইন আইডিয়া
১- ক্রিয়া প্রতিক্রিয়া জানানোর মাধ্যম হিসেবে গড়ে তুলুন ।
আসলে আপনি চান না আপনার ওয়েবসাইট ভিজিট করে নিষ্ক্রিয় অভিজ্ঞতা হোক । আপনি চান আপনার ভিজিটর পেজে দেয়া তত্থে যেন ক্রিয়া প্রতিক্রিয়ায় অংশ নেয় । একটি উপায়ে আপনি
তা নিশ্চিত করতে পারেন তা হচ্ছে interactive elements আপনার ওয়েবসাইট এ যুক্ত করার মাধ্যমে ।
২- মূল Illustrations ব্যাবহার করুন ।
Illustrations হচ্ছে আপনার ওয়েবসাইট এর প্রত্যেকটি পেজে একই স্টাইল এবং একই রঙ ব্যাবহার করে দৃশ্যত ভিজিটর কে বুঝতে না দিয়ে আপনার ব্র্যান্ড পারসোনালিটি বলে যাওয়া ।
৩- Animation ব্যাবহার করা ।
যদিও ইহা কঠিন এবং বেশী খরচ এর ব্যাপার , Animation হতে পারে আরেকটি লোভনীয় উপায়
যা আপনার সম্ভাব্য গ্রাহকের ভিজিট কে স্মরণীয় করে রাখবে । পেজে ইমেইজ এর উপর কিছু কাজ করা ভিজিটর এর চোখ কে ধরে রাখবে এবং তাদেরকে আরও বেশী আকৃষ্ট করবে পেজে
তারা যা দেখছে সে ব্যাপারে ।
৪- প্রডাক্ট এর ছবি Incorporate করা ।
আপনি যদি প্রডাক্ট ফটোগ্রাফি আরও বেশী চোখ ধাঁধান এবং আকর্ষণীয় করতে কোন উদ্যোগ নিতে চান তবে প্রডাক্ট এর ছবি ওয়েব ডিজাইন এর কেন্দ্র বানান ।
৫- অনন্য Font ব্যাবহার করুন ।
আমাদের অধিকাংশ মানুষ ওয়েব ডিজাইনার না বা খুব বেশী সময় দিয়ে Font এর ব্যাপারে চিন্তাও
করি না , কিন্তু Font এর একটি প্রভাব আছে আমরা যখন বিভিন্ন ওয়েব পেজ ভিজিট করে থাকি
তখন সে হিসাবেই ক্রিয়া প্রতিক্রিয়া করে থাকি । অনন্য Font বেছে নেয়া একটি ছোট উপায় যার
মাধ্যমে আপনি আরেকটি পারসোনালিটি আপনার পেজে যুক্ত করতে পারেন ।
৬- আপনার কনটেন্ট কে স্টার বানান ।
আপনি যদি উচ্চ মানের কনটেন্ট তৈরিতে অনেক বেশী সময় দেন , তবেই আপনি চাইতে পারেন
যে আপনাকে খুঁজে পাবে ।
৭- ভিজিটর যেন আরও বেশী কিছু চাই ।
অনেক সময় কম জিনিস অনেক কিছু মনে হয় যখন ওয়েব ডিজাইন গ্রেট হয় । আপনি যদি ল্যান্ডিং পেজ সিম্পল এবং আকর্ষণীয় করতে পারেন তাহলে আপনার ভিজিটর স্ক্রল করবে বা ক্লিক করবে ওয়েবসাইট কি সম্পর্কিত যা জানার জন্য ।
৮- কালারফুল হবার চেষ্টা করুন ।
যখন অল্পস্বল্প স্টাইল ঠিক ব্র্যান্ডের জন্য , সে খানে অন্য মানুষের নিকট আপনার পারসোনালিটি
কালার বিস্ফোরণ এর মাধ্যমে ভালভাবে প্রদর্শিত হতে পারে ।
৯- Silent ভিডিও ব্যাবহার করুন ।
তার মানে আমি বুঝাতে চাচ্ছি উচ্চস্বরে অটো প্লে ভিডিও নয় । তা হয়ত ভিজিটর কে সাইট ছেড়ে
যেতে বাধ্য করবে । তাই Silent ভিডিও হতে পারে একটি অনন্য উপায় আপনার ওয়েবসাইট এর বেশী বেশী তথ্য দেখানোর ।