৬ শ্রেণীর মানুষকে আপনি আলাদা আলাদা এডে টার্গেট করতে পারেন যারা অলরেডি আপনার কম্পানি কে চেনে

৬ শ্রেণীর মানুষকে আপনি আলাদা আলাদা এডে টার্গেট করতে পারেন যারা অলরেডি আপনার কম্পানি কে চেনে ।
১- যে কেউ আপনার বিজনেস পেজ ভিজিট করেছে তবে কোন প্রকার ক্রিয়া প্রতিক্রিয়া ( লাইক , কমেন্ট দেয় নাই ) দেখায় নাই । শুধুমাত্র তাদেরকে আকৃষ্ট করতে ভিন্ন অফার দিয়ে এড করতে পারেন ।
২- শুধুমাত্র সেই শ্রেণীর মানুষ যারা আপনার পেজের পোস্টে বা এডে Like, Love, Haha, Wow, Sad, Angry রিএকশন দিয়েছে শেয়ার , কমেন্ট , বা লিঙ্কে ক্লিক করেছে ।
কিছুটা হলেও এই শ্রেণীর মানুষ আপনার কোম্পানির কাছের । তাই তাদেরকে আকৃষ্ট করতে আলাদা ভাবে ভাবতে পারেন ।
৩- শুধুমাত্র সেই শ্রেণীকে টার্গেট করতে পারেন যারা আপনার পেজের Contact Us, Shop Now, etc বাটনে ক্লিক করেছে ।
৪- শুধুমাত্র তাদেরকে টার্গেট করতে পারেন যারা আপনার পেজে ম্যাসেজ দিয়েছে । এই শ্রেণীর মানুষ আপনার পণ্য বা সেবা ক্রয় এর খুব কাছাকাছি ।
৫- এক শ্রেণীর মানুষ যারা আপনার পেজকে সেভ করেছে বা আপনার কোন পোস্ট কে পেজে সেভ করে রেখেছে । তাদেরকে আলাদা করে ভেবে এড বানাতে পারেন ।
৬- আরেক শ্রেণীর মানুষ কে টার্গেট করতে পারেন যারা আপনার পেজ ভিজিট করেছে , আপনার কনটেন্ট বা এডে ক্রিয়া প্রতি ক্রিয়া দেখিয়েছে , ফেসবুকে বা মেসেঞ্জারে ।