২টা পদ্ধতিতে জেনে নিন প্রথম কবে ফেসবুক আইডি খুলেছিলেন

আপনি আপনার ফেসবুক একাউন্ট কবে খুলেছেন জানেনকি? না জানলে জেনে নিন খুব সহজে।
২টা পদ্ধতিতে জেনে নিন প্রথম কবে ফেসবুক আইডি খুলেছিলেন
পদ্ধতি ১ – একটিভিটি লগ থেকেঃ
.
* প্রথমে আপনি আপনার একাউন্ট ওপেন করুন।
* একদম উপরে ডান পাশে ডাউন এরোতে গিয়ে Activity log এ ক্লিক করুন।
.
চিত্রঃ১ দেখুন
* সাইডে সাল গুলি দেখাবে। সব শেষের সালে ক্লিক করুন।
* এবার স্ক্রল করে নীচে এসে দেখুন কি সুন্দর ভাবে আপনার জয়েনিং সাল এবং মাস অপেক্ষা করছে আপনার জন্য।
চিত্রঃ ২ ও ৩ দেখুন
পদ্ধতি ২ – সরাসরি প্রোফাইল থেকেঃ
* আপনার প্রফাইলের বাম পাশে উপরে ইন্ট্রোর ঠিক নীচে (যেখানে আপনার অয়ার্ক স্ট্যাটাস দেওয়া আছে) এডিট আইকন এ ক্লিক করুন
* স্ক্রল করে নীচে আসুন
* এখানেই আপনার জন্য অপেক্ষা করছে আপনার জয়েনিং ডেট।
* চেক বক্সে চেক দিয়ে সেভ করে বেরিয়ে আসুন
চিত্রঃ ৪ দেখুন
আপনার প্রফাইলের বাম পাশেই শো করবে আপনার চির কাংখিত ফেসবুক ওপেনিং তারিখটা।
যারা জানেন তাঁদের জন্য বোরিং লাগতে পারে, বাট যারা জানেননা তাঁদের জন্য আশা করি আমার পোস্টটা উপকারে আসবে।
ধন্যবাদ সবাইকে।