১০ টি কমন ওয়েবসাইট ডিজাইন ভুল

১০ টি কমন ওয়েবসাইট ডিজাইন ভুল
১- ধিরে ধিরে লোড হওয়া , ল্যান্ডিং পেজে অনেক লিখা থাকা ।
নিউ ওয়ার্ক টাইমস এর রিসার্চ এর মতে একজন ওয়েব ইউজার ২৫০ মিলি সেকেন্ড ( এক মিনিট সমান ৬০ ,০০০ মিলি সেকেন্ড ) এর বেশী অপেক্ষা করে না পেজ লোডের জন্য । Nielsen Norman গ্রুপের গবেষণা
মতে অনেক ভিজিটর ২০ সেকেন্ড এর বেশী সময় থাকেনা যদি ওয়েবসাইট এর কনটেন্ট তাকে
আকর্ষণ না করে । এবং তারা পেজের শুধুমাত্র ২৫ % টেক্সট পড়ে থাকে ।
২- মার্কেট রিসার্চ না করে ডিজাইন করা ।
কার্যকারী ডিজাইন করতে হলে আপনার সম্ভাব্য গ্রাহকের বয়স , শিক্ষা গত যোগ্যতা , এবং ওয়েবসাইট ভিজিট এর উদ্দেশ্য বিবেচনায় আনতে হবে ।
৩- Cluttered পেজ ।
অনেক বেশী গ্রাফিক , অনেক বেশী লিখা , ক্লাশিং কালার আর কনফিউজিং navigation টুলস গুলি হচ্ছে কমন ভুল ।
৪ – খুব বেশী আধুনিক ডিজাইন
প্রত্যেক বছর নিত্য নতুন ডিজাইন করা আগের বছর টি বাদ দিয়ে ।
৫- মামুলি কনটেন্ট ।
ফ্রেশ কনটেন্ট আপনাকে সার্চ ইঞ্জিনে এগিয়ে থাকতে সাহায্য করবে , ইহা আপনার ভিজিটর কে আপনার সেলস ফানেলে নিয়ে যেতে গাইড করবে ।
৬- নিম্ন মানের ইমেইজ ।
এমন কি আপনি যদি জুতার ফিতা সেল করা শুরু করেন তবুও উচ্চ মানের ইমেইজে খরচ করা গুরুত্বপূর্ণ পুঁজি বলে বিবেচিত হবে । নিম্ন মানের এবং ফ্রি স্টক ইমেইজ আপনার বিশ্বাস যোগ্যতা
তৈরি করে না , এবং অনেক সময় এই সব ইমেইজ আপনার পণ্য বা সেবা কে ভাল মত উপস্থাপন
করতে পারে না ।
৭- Broken লিঙ্ক
Broken লিঙ্ক ভিজিটর কে হতাশ করে , আপনার বিজনেস এর প্রতি আত্মবিশ্বাস হনন করে , এবং সার্চ ইঞ্জিনে পারফরমেন্স বাধা গ্রস্থ করে থাকে ।
৮- খারাপ লোগো ডিজাইন ।
আপনার লোগো ব্রান্দিং এর কেন্দ্রীয় স্থল , এই টা ডিজাইন করতে তততাই যত্ন এবং গবেষণা করা উচিৎ যতটা আপনার বিজনেস প্লান এবং ওয়েবসাইট ডিজাইন করতে করে থাকেন ।
৯- পড়তে কঠিন হওয়া ।
মনে রাখবেন অধিকাংশ ভিজিটর কয়েক সেকেন্ড সময় নিয়ে থাকে তারা আপনার সাইট এ থাকবে
নাকি চলে যাবে । তাই এমন ফন্ট ব্যাবহার করুন যা পড়ার যোগ্য এবং পেশাদার মনে হয় ।
১০- যোগাযোগের তথ্য খুঁজে পাওয়া কঠিন ।
আপনার সাথে যোগাযোগের তথ্য সব উপরে এবং প্রত্যেকটি পেজে থাকতে হবে শুধুমাত্র “Contact Us” পেজই যথেষ্ট নয় ।