স্পিড এর সমস্যার মুল কারন ওয়াইফাই রাউটার

আমরা অভিজ্ঞতা থেকে দেখেছি, বেশির ভাগ স্পিড এর সমস্যার মুল কারন ওয়াইফাই রাউটার।
ওয়াইফাই রাউটার এর সমস্যা এর কারনে লাইন ছেড়ে দিয়ে অন্য লাইন নিয়েও একই সমস্যা ফেইছ করে তার পরে কেউ কেউ রাউটার পাল্টান, মাঝখানে কিছু টাকা গচ্চা যায় সাথে মানুষিক অশান্তি।
তাই কিছু টিপস দেয়া হল,
– Speed Test দেয়ার সময় ১ টি ডিভাইস কানেক্ট করে ওয়াইফাই রাউটার এর কাছে গিয়ে পুর্ন সিগনাল এ চেক করুন। পুর্ন সিগনাল না থাকলে স্পিড উঠতে চাইবে না।
– ডাউনলোড স্পিড ভালো পেতে পুর্ন সিগনালে থেকে ডাউনলোড দিন।
– ১০০০-১৫০০ টাকা দামের ওয়াইফাই রাউটারে ৪ টি
– ১৫০o – ২০০০ টাকা দামের ওয়াইফাই রাউটারে ৬ টি
– ২০০০ + দামের ওয়াইফাই রাউটার এ ৮ টি
ডিভাইস এর বেশি ব্যাবহার করবেন না।
হোম ওয়াইফাই রাউটার যত দামী ই হোক না কেন ১৫ টি র বেশি ডিভাইস হলে পাগলামি করবে। গরম হয়ে যাবে, হ্যাং করবে। আপনার শখের ডিভাইস টি নস্ট হয়ে যাবে।
কোন ওয়াইফাই রাউটার এ ৩ টির বেশি ডিভাইস থেকে একসাথে কোন ধরনের ভিডিও প্লে করা উচিত নয়। মাল্টিকাস্টিং এর কারনে আপনার ডিভাইস টি তার আয়ু হারাতে থাকবে, খারাপ পারফর্মেন্স দিতে দিতে নস্ট হয়ে যাবে, তাই সকলেরই উচিত ভালো মানের রাউটার ব্যবহার করা ।