Bangla ArticlesRecipes

সহজে তৈরি করুন সুস্বাদু স্বাস্থ্যকর পানীয় ‘চকলেট ব্যানানা মিল্কশেক’

সহজে তৈরি করুন সুস্বাদু স্বাস্থ্যকর পানীয় ‘চকলেট ব্যানানা মিল্কশেক’

 

উপকরণঃ

– ১ গ্লাস দুধ
– ১ টি পাকা কলা
– ৩ টেবিল চামচ কোকো পাউডার
– মধু প্রয়োজন মতো (চাইলে চিনিও ব্যবহার করতে পারেন)
– ১ চা চামচ ভ্যানিলা এসেন্স
– কয়েকটুকরো বরফ

পদ্ধতিঃ

– কলা স্লাইস করে কেটে নিন এবং দুধ জ্বাল দিয়ে ঠাণ্ডা করে ফেলুন।

– ব্লেন্ডারে দুধ ও কলা একসাথে ভালো করে ব্লেন্ড করে নিন যাতে কলা একেবারেই মিশে যায় দুধের সাথে। এর সাথে দিন ভ্যানিলা এসেন্স যাতে দুধের গন্ধ দূর হয়ে যায়।

– এরপর কোকো পাউডার ও চিনি/মধু দিয়ে আরেকবার ভালো করে ব্লেন্ড করে নিন।

– সবার শেষে বরফের টুকরো দিয়ে ব্লেন্ড করে নিন। এতে বরফ কুচি হয়ে মিশে যাবে শেকের সাথে।

– এবার গ্লাসে ঢেলে উপরে চকলেট কুচি বা কোকো পাউডার ছিটিয়ে পরিবেশন করুন ঠাণ্ডা ঠাণ্ডা সুস্বাদু পানীয় ‘চকলেট ব্যানানা মিল্কশেক’।

Shirley Setia

A graduate student from the University of Auckland and marketing and publicity intern at Auckland Council, Setia took part in a contest conducted by T-Series. Her YouTube entry was recorded in her bedroom while she was wearing pajamas. This earned her the sobriquet "Pyjama popstar" by the New Zealand Herald.

Related Articles

Back to top button
error: Alert: Content is protected !!