Bangla ArticlesRecipes
সহজে তৈরি করুন সুস্বাদু স্বাস্থ্যকর পানীয় ‘চকলেট ব্যানানা মিল্কশেক’

সহজে তৈরি করুন সুস্বাদু স্বাস্থ্যকর পানীয় ‘চকলেট ব্যানানা মিল্কশেক’
উপকরণঃ
– ১ গ্লাস দুধ
– ১ টি পাকা কলা
– ৩ টেবিল চামচ কোকো পাউডার
– মধু প্রয়োজন মতো (চাইলে চিনিও ব্যবহার করতে পারেন)
– ১ চা চামচ ভ্যানিলা এসেন্স
– কয়েকটুকরো বরফ
পদ্ধতিঃ
– কলা স্লাইস করে কেটে নিন এবং দুধ জ্বাল দিয়ে ঠাণ্ডা করে ফেলুন।
– ব্লেন্ডারে দুধ ও কলা একসাথে ভালো করে ব্লেন্ড করে নিন যাতে কলা একেবারেই মিশে যায় দুধের সাথে। এর সাথে দিন ভ্যানিলা এসেন্স যাতে দুধের গন্ধ দূর হয়ে যায়।
– এরপর কোকো পাউডার ও চিনি/মধু দিয়ে আরেকবার ভালো করে ব্লেন্ড করে নিন।
– সবার শেষে বরফের টুকরো দিয়ে ব্লেন্ড করে নিন। এতে বরফ কুচি হয়ে মিশে যাবে শেকের সাথে।
– এবার গ্লাসে ঢেলে উপরে চকলেট কুচি বা কোকো পাউডার ছিটিয়ে পরিবেশন করুন ঠাণ্ডা ঠাণ্ডা সুস্বাদু পানীয় ‘চকলেট ব্যানানা মিল্কশেক’।