Robi Tricks And OffersSim Operator Tricks And Offers
রবিতে নিয়ে নিন ১০৳ একদম ফ্রিতে

বিসমিল্লাহির রাহমানির রাহীম
আজ নিয়ে আসলাম একটা নতুন ট্রিক রবি সিমে নিয়ে নিন ১০৳ একদম ফ্রি।
বেশি কথা না বললাম সোজা কাজে যায়, চলুন কিভাবে নিবেন দেখে নিন।
Contents
Note:- টাকা কোড ডায়াল করার ৩ দিন এর মধ্যে পাবেন
তাই যাদের ধৈর্য নেই তারা আবাল কমেন্ট করবেন না।
আমি তিন দিনের দিন ডায়াল করে দেখলাম টাকা এসেছে।
টাকা পাওয়ার পর STOP লিখে Goon goon stop করে দিবেন।
Code ডায়াল করার নিয়ম
ধাপ:- ১:- ডায়াল *8466*574#
ধাপ:-২:- রিপ্লাই
এতে আপনার গুনগুন চালু হবে এতে আপনি ভয় পাবেন না। শুধু ৩ দিন চালু রাখবেন।
ধাপ:-৩:- কাজ শেষ
এরকম মেসেজ আসলে বুঝবেন নিশ্চিত টাকা পাবেন ৩ দিনের মধ্যে।
তবে হ্যাঁ টাকা আসলেও আপনি কোন মেসেজ পাবেন না।
আপনি *২২২# দিয়ে একাউন্ট ব্যালেন্স চেক করলে দেখতে পারবেন।
আজ এখানেই শেষ।
আল্লাহ হাফেজ।
ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন।
এতে পোস্ট করতে আগ্রহ বাড়ে।
কোন সমস্যা হলে আমাকে জানান