যৌবন কালে রুপ দেখিয়ে কলেজ কাপানো মেয়েটি আজ নিজের মাতাল স্বামীর কাছে অবহেলার পাত্র
যৌবন কালে রুপ দেখিয়ে কলেজ কাপানো মেয়েটি আজ নিজের মাতাল স্বামীর কাছে অবহেলার পাত্র।
অপি করিম, শখ, স্পাশিয়া,সারিকা, মোনালিসা, জয়া’দের মতো জাতীয় ”ক্রাশ”রা তাদের স্বামীর ক্রাশ হয়ে থাকতে পারেনি তাদের সৌন্দর্য দিয়ে।
লাক্স সুন্দরী বাঁধন তো জাতীয় পর্যায়ের সুন্দরী।
সে কেন পারেনি তার সৌন্দর্য দিয়ে স্বামীকে মুগ্ধ করতে?
অপু বিশ্বাস, পপি’রাও পর্দায় নায়িকা হলেও বাস্তব জীবনে সংসারী হতে পারেনি।
হ্যাপি,সুবা’র মতো সুন্দরীরা রুবেল, নাসিরদের কাছে রিজেক্টেড হচ্ছে প্রতিনিয়ত।
তাদের সৌন্দর্য যেন প্যারালাইজড!
বিখ্যাত যৌন আবেদনময়ী তসলিমা নাসরিন নিজের Relationship info’তে single দেওয়া, ভাবা যায়?
পত্রিকার পাত্র -পাত্রী চাই বিজ্ঞাপনে অধিকাংশই আপনি দেখবেন ডিভোর্সি সুন্দরী+ধনী পাত্রীর জন্য পাত্র চাই।।
সুন্দরী ডিভোর্সি!
ভাবেন তো একবার!
বিয়ের আগে যারা এত ডিমান্ডেড বিয়ের পর তারা কেন এত এভোয়েডেড?
বুঝে আসছে কিছু?
প্রকৃত ব্যাপার হল সংসারের সুখের মৌলিক উপাদান হচ্ছে একজন নেককার দ্বীনদার পর্দানশীল মেয়ে, সুন্দরী নয়।
তাছাড়া বর্তমানে যে পরিমান ডিভোর্স হচ্ছে তা কিন্ত সুন্দরী আধুনিক নারীদের অংশ বেশি।
কোন দ্বীনদার নারীর ডিভোর্স হয়েছে বলে কোন খবর আমি এখন পর্যন্ত শুনতে পায়নি।
আর কখনো দ্বীনদার নারীদের নিয়ে এমন ডিভোর্সি খবর হবেনা বলে মনে করি।
তাই আমাদের সবার উচিত মহান আল্লাহর কাছে দোয়া করি যাতে আরশের মালিক আমাদের দ্বীনদার নেককার পরহেজগার স্ত্রী দান করেন।