Bangla StoryStory (Writer)

মা তুমি আমার জন্য জীবনে অনেক কষ্ট করেছো

মা তুমি আমার জন্য জীবনে অনেক কষ্ট করেছো

 

ছেলে মাকে বলছে, “মা” তুমি আমার জন্য জীবনে অনেক কষ্ট করেছো! বলো তোমার কি খেতে মনে চায়??! আমি আজ তোমার ঋন শোধ করবো!!

মা বলছে বাবা তাহলে বাজার থেকে ১টি পাঁকা আম নিয়ে আসিস!!
তারপর ছেলে রাতে পাঁকা ১টা আম নিয়ে এলো!!!!

মা বলছে বাবা আমটা তোমার বুকে উপরে রাখো, যখন আমি চাইবো তখনি দিও!!.
ছেলে ঘুমিয়ে গেলে পিঠের নিচে পরে আমটা চ্যাপটা হয়ে যায়!!!
সকাল বেলা মা এসে আমটা চাচ্ছে!!!..


ছেলে বলছে মা আমটা পিঠের নিচে পরে চ্যাপটা হয়ে গেছে!!!…ছেলে বলল,,,,
মা প্রয়োজনে আমি আরো ১টি পাঁকা আম এনে দিবো!!! মা কাতর কন্ঠে বলল!!
বাবারে তোমাকে আমি পৌষ মাসের শীতে ডান কাদে শুয়ায়ছি প্রসাব করে দিয়েছিস!!!!….
.বাম কাদে শুয়ায়াছি প্রসাব করে দিয়েছিস!!!!!!…..

তারপর বুকে শুয়ায়ছি, প্রসাব করে দিয়েছিস!!!!!


কই ১দিনের জন্য তো পিঠের নিচে তোরে ফালাইনি!!!!!

তুই কি করে বলিস মায়ের ঋন শোধ করে দিবি??????


পৃথিবীতে কেবল মাত্র বাবা মা তার সন্তানকে শর্তহীন ভাবে ভালবাসে!!!!!!!!!!!!!!
মা কথাটি ছোট অতি, কিন্তু প্রতিটি সন্তানের জীবনে শ্রেষ্ঠ উপহার হচ্ছে মা!!!
একটা বার কি।। মা।। লিখতে ইচ্চা হয় না।।

love you মা

Shakil Ahmed

I'm a Content writer. My topic is Tech, Story, SEO, Digital Marketing etc. I'm Work With MDOmarMakki.Org Website for CEO of This Website MD Omar Makki

Related Articles

Back to top button
error: Alert: Content is protected !!