Bangla ArticlesBusiness IdeaBusiness TipsDigital Marketing TipsE-Commerce Tips & tricks

ভিডিও মার্কেটিং এ অবাক করার মত পরিসংখ্যান

Contents

ভিডিও মার্কেটিং এ অবাক করার মত পরিসংখ্যান

 

ডিজিটাল মার্কেটিং এর প্রসার যত বাড়ছে,আমরা দেখতে পাই ভিডিও কন্টেন্টের চাহিদাও তত বাড়ছে।নিচে কিছু সহজ ও দ্রুত টিপস দেয়া হল যা থেকে আপনি সহজেই আপনার বস কে ভিডিও প্রজেক্ট বা ইউটিউব এডের জন্য বিনিয়োগ করতে রাজি করাতে পারবেন।

ভিডিও মার্কেটিং পরিসংখ্যানঃ

 • ৮২ ভাগ টুইটার ব্যাবহারকারী টুইটারে ভিডিও কন্টেন্ট দেখে থাকেন।
 • বিশ্বে ইউটিউব ভিজিটর প্রায় ১০ লক্ষ যা সমগ্র ইন্টারনেট ব্যবহারকারীর প্রায় এক তৃতীয়াংশ।
 • ৪৫ ভাগ ব্যবহারকারী প্রতি সপ্তাহে এক ঘন্টার বেশি সময় ইউটিউব বা ফেসবুক ভিডিও দেখে ব্যয় করেন।
 • প্রতিদিন ৫০০ মিলিয়ন ঘণ্টারও বেশি ভিডিও ইউটিউবে দেখা হয়।
 • ৩০ বছরে যত না ইউএস টেলিভিশন নেটওয়ার্ক তৈরি হয়েছে তার চেয়েও বেশি ভিডিও কন্টেন্ট প্রতি ৩০ দিনে
 • ইন্টারনেটে আপ্লোড করা হয়!
 • অনলাইন মার্কেটিং যারা করেন, তাদের ৮৭ ভাগই ভিডিও কন্টেন্ট ব্যাবহার করে থাকেন।
 • প্রতি ৬০ সেকেন্ডে ৭২ ঘণ্টারও বেশী ভিডিও কন্টেন্ট ইউটিউবে আপ্লোড করা হয়।
 • অনলাইন এক্টিভিটির প্রায় এক-তৃতীয়াংশই ভিডিও দেখে ব্যয় করা হয়।
 • ইউএস ইন্টারনেটের অডিয়েন্সের ৮৫ ভাগ অনলাইনে ভিডিও দেখেন।
 • ২৫ থেকে ৩৪ বছর বয়সীরা অনলাইন ভিডিওগুলো সবচেয়ে বেশী দেখে থাকে ও পুরুসেরা নারীদের চেয়ে সাধারনত ৪০ ভাগ বেশি সময় ভিডিও দেখে ব্যয় করে।
  ccvv .

মোবাইল ভিডিও মার্কেটিং পরিসংখ্যানঃ

 • ভিডিও কন্টেন্ট গুলোর প্রায় অর্ধেকই দেখা হয় মোবাইলে।
 • মোবাইল ভিডিওর দর্শকের ৯২ ভাগই ভিডিওগুলো অন্যদের সাথে শেয়ার করে থাকেন।
 • টুইটার ভিডিওগুলোর ৯০ ভাগই মোবাইল ডিভাইসের মাধ্যমে দেখা হয়।
 • পেরিস্কোপ ব্যবহারকারিগণ প্রায় ২০০ মিলিয়নেরও বেশী ব্রডকাস্ট তৈরি করেছে।
 • প্রতিদিন স্ন্যাপচ্যাটে প্রায় ১০ মিলিয়ন ভিডিও দেখা হয়।

ভিডিও মার্কেটিং এর সাথে যুক্ত ব্যাক্তিদের পরিসংখ্যানঃ

 • সমগ্র বিশ্বব্যপী মার্কেটিং প্রফেশনালদের ৫১ ভাগ সবথেকে ভালো ROL আছে এমন ভিডিও কন্টেন্টের সাথে মিল রেখে ভিডিওর নামকরন করেন।
 • যে সমস্ত মার্কেটার মার্কেটিং এর জন্য ভিডিও ব্যবহার করেন তারা ৪৯% বেশী আয় করেন যারা ভিডিও ব্যবহার করেন না তাদের চেয়ে ।
 • ৫৯% মার্কেটিং কার্যনির্বাহী একমত পোষণ করেন,যে একই বিষয়ের উপর যদি লেখা এবং ভিডিও থাকে অডিয়েন্স সাধারনত ভিডিওটিকেই বেশী পছন্দ করে থাকেন।
 • সোশ্যাল মিডিয়ায় লেখা এবং ছবি মিলিয়ে যত শেয়ার হয় তার চেয়ে ভিডিও কন্টেন্ট গুলো ১২০০% বেশী শেয়ার হয়ে থাকে।
 • আপনি ফেসবুকে এখন GIF ব্যবহার করতে পারেন।আমরা নিজেরা এটি ব্যাবহার করেছি এবং নিচের উদাহরণটি অন্য চলমান যেকোন লাইভ ফেসবুক এডের চেয়েও আশাতীত ভালো সারা ফেলেছে।
 • ভিডিও কন্টেন্ট SERP এর অর্গানিক ট্রাফিকের ১৫৭ ভাগ বৃদ্ধি ঘটায়।
 • ২ মিনিটের কম ভিডিও গুলো সবচেয়ে বেশী সাড়া পায়।
 • ৮৫% ফেসবুক ভিডিও শব্দ ছাড়া বা মিউট করে শুনে থাকে মানুষ।
 • ফেসবুকের নিজস্ব ভিডিওগুলো ইউটিউব লিঙ্কের চেয়ে ১০ গুণ বেশী দর্শক পায়।
 • যেসব ওয়েবসাইট ভিডিও ব্যবহার করে তাদের CVR (Conversion rate) যেখানে ৪.৮% সেখানে যারা ভিডিও ব্যবহার করে না তাদের গড় CVR সেখানে ২.৯% ।
 • ল্যান্ডিং পেইজে একটা ভিডিও থাকলে ৮০ শতাংশ বেশী দর্শক আগ্রহী হয়।
 • ল্যান্ডিং পেইজে একটা ভিডিও থাকা মানে SERP তে ১ নং পেজে ভিডিওটি থাকার সম্ভাবনা ৫৩ শতাংশ বেড়ে যাওয়া।
 • ৪৬ শতাংশ ব্যবহারকারী একটি এড দেখার পর সে অনুযায়ী কাজ করেন বা পন্যটি কিনে থাকেন।
 • ভিডিও সম্বলিত একটি ইমেইল ভিডিওটিতে ক্লিক করার সম্ভাবনা প্রায় ৯৬ ভাগ বাড়িয়ে দেয়।
 • ২০১৬ সালে ১৪ ভাগ মার্কেটার তাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য লাইভ ভিডিও ব্যবহার করেন।
 • ২০১৭ সালে ৪৪ শতাংশ SMB (Server Message Block) মালিক এবং মার্কেটাররা ভিডিও কন্টেন্টের পেছনে বিনিয়োগ করতে সম্মত হন।
 • ভিডিও কন্টেন্ট মাসিক ভিজিটরদের সংখা ২ থেকে ৩ গুণ বাড়িয়ে দিতে পারে।
 • ভিডিও সম্বলিত ব্লগ পোস্ট ভিডিওবিহীন ব্লগ পোস্টের চেয়ে ৩ গুণ বেশি পাঠক আকৃষ্ট করে।
 • একটি ভিডিও সম্বলিত ফুল-পেজ এড প্রায় ২২ শতাংশ বেশী সংযুক্তি বাড়ায়।

ভিডিও মার্কেটিং সম্পর্কে মজার কিছু তথ্যঃ

 • একটি ভিডিও দেখে মানুষ প্রায় ৯৫ শতাংশ তথ্য মনে রাখতে পারে যেখানে একটি লেখা পড়ে মনে রাখতে পারে মাত্র ১০ শতাংশ।
 • ২০১৭ সালে বিশ্বব্যাপী সমগ্র ইন্টারনেট ট্রাফিকের ৬৯% ছিলো ইন্টারনেট ভিডিও ট্রাফিক।
 • ২০১৯ সালের মধ্যে ইন্টারনেটের সমস্ত ট্রাফিকের ৮০ শতাংশই দখল করবে ভিডিও ট্রাফিক। অর্থ্যাৎ, ইন্টারনেটের সমস্ত অডিয়েন্স ও ভোক্তাদেরর ৮০ ভাগই ভিডিওর দর্শক হবে।
 • সাধারন ব্যবহারকারীরা ভিডিও সম্বলিত ওয়েবসাইটে ৮৮ শতাংশ বেশী সময় ব্যয় করে।
 • আশা করি লেখাটি নতুন এবং পুরনো বিনিয়োগকারীদের মধ্যে ভিডিও মার্কেটিং নিয়ে আগ্রহের সুচনা করবে এবং তারা মার্কেটিং এ সফলতা লাভ করবেন।

MD Omar makki

My name is MD Omar Makki, I’m working as Web Developer/Designer, SEO (Search Engine Optimization), SMM (Social Media Marketing), SMO (Social Media Optimization), Hosting Provider, SMA (Social Management Account), Business Adviser, E-Commerce Business Developer from last 6 years.

Related Articles

Back to top button
error: Alert: Content is protected !!