ভালো কন্টেন্ট এর জাদু (Part-3)

ভালো কন্টেন্ট এর জাদু
Part-3
প্রিয় পাঠক,
‘ভালো কন্টেন্ট-এর জাদু’ এ শিরোনামে একটি লেখা ধারাবাহিকভাবে লিখে পোস্ট দেয়ার চেষ্টা করছি। কিন্তু সময় সংকটের কারণে সময় মতো লিখে পোস্ট দিতে পারছি না। এ জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
অনেকেই আমার কাছে জানতে চান, অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং বিষয়ক ভালো কন্টেন্ট কীভাবে লিখবো। আমি আগেই বলেছি কেউ চাইলেই একদিনে সেরা লেখক বনে যেতে পারেন না। ভালো মানের লেখক হবার জন্য অনেক অনেক পড়তে ও লিখতে হবে। তবে আপনাকে যেকোন বিষয় পড়লে বা লিখলে হবে না। আপনার লেখার হাত গতিশীল করার জন্য বা শান দেয়ার জন্য যেকোন বিষয় নিয়ে লিখতেই পারেন। কিন্তু যখন নির্দিষ্ট কোন বিষয়ে দক্ষতা অর্জন করতে চান বা নির্দিষ্ট কোন বিষয়ে মাস্টার হতে চান তখন সে বিষয়ের ওপরই বিশেষ নজর দেয়া বুদ্ধিমানের কাজ হবে।
কন্টেন্ট এর অনেক গতি-প্রকৃতি আছে। এফিলিয়েট মার্কেটিং এর জন্য কন্টেন্ট লিখতে চাইলে আপনাকে এফিলিয়েট বিষয়ক লেখার নমুনা অনেক বেশি সাহায্য করতে পারে। এ ব্যাপারে নিশ সাইটগুলো খুব বেশি সহায়ক হবে।
তবে যে বিষয় নিয়েই লেখেন না কেন কন্টেন্ট এর মধ্যে শব্দ প্রয়োগ, বাক্য তৈরি এবং ব্যাকরণগত বিধি-বিধানগুলো অনুসরণ করা বাঞ্ছনীয় বলে আমি মনে করি। লেখা যতটা সহজবোধ্য, রসালো এবং ইউজার ফ্রেন্ডলি হবে ততই সফল হবার সুযোগ থাকবে। কঠিন কথা সহজে বলা একজন ভালো মানের লেখকের অন্যতম বৈশিষ্ট্য।
শব্দ প্রয়োগ, সহজ বাক্য তৈরি, ব্যাকরণগত বিধি-নিষেধ এবং SEO ফ্রেন্ডলি Content বিষয়ে আগামী কোন পাঠে আলোচনা করবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।