ব্যবসায়িক প্রমোশনে ফেসবুক গ্রুপ এর ব্যবহার

Contents
ব্যবসায়িক প্রমোশনে ফেসবুক গ্রুপ এর ব্যবহার
ফেসবুক গ্রুপ : ব্যবসায়িক পণ্যের কিংবা সেবার নামে গ্রুপ তৈরি করতে পারেন। অর্থাৎ যদি আপনার প্রতিষ্ঠান গ্রাফিকস সার্ভিস দিয়ে থাকে, তাহলে “গ্রাফিক্স ডিজাইন” নামে একটি গ্রুপ তৈরি করতে পারেন। এ গ্রুপে বিভিন্ন গ্রাফিকস সম্পর্কিত পোস্ট থাকবে। যারা গ্রাফিকসের কাজ পছন্দ করে, তাদের নিয়ে এটি একটি কমিউনিটি হবে।
ফেসবুক গ্রুপ এর ব্যাবহার
ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে ফেসবুক গ্রুপ তৈরী না করে, ব্যবসায়িক পণ্য কিংবা সেবার উপর ভিত্তি করে ফেসবুক গ্রুপ তৈরি করলে, একটি ভাল কমিউনিটি গড়ে উঠার সম্ভাবনা থাকে।
ব্যবসার প্রমোশনে কিভাবে ফেসবুক গ্রুপকে কাজে লাগাবেন?
১। কোম্পানীর নামে ফেসবুক গ্রুপ তৈরি করলে, সেখানে অন্যরা আড্ডা দিতে উৎসাহবোধ করেনা। সেই ক্ষেত্রে গ্রুপটি জমজমাট আড্ডার জায়গা তৈরি করতে হলে অ্যাডমিনকেই সবসময় উদ্যোগ নিতে হয়। সেজন্য কোম্পানীর নামে গ্রুপ তৈরি না করে আপনার ব্যবসায়িক পণ্য কিংবা সেবার নাম দিয়ে গ্রুপ তৈরি করতে পারে। যেমনঃ গ্রুপের নাম হতে পারে,গ্রাফিক্স ডিজাইন।
২। যেই গ্রুপে তার মেম্বাররা বিনা সংকোচে নিজেদের মত প্রকাশ করার সুযোগ পায়, সেই গ্রুপ ততবেশি সক্রিয় হয়। মেম্বারদের সেই সুযোগ করে দেওয়ার দিকে গ্রুপের অ্যাডমিনকে নজর দিতে হবে।
৩। কোম্পানীর প্রমোশন খুব বেশি করলে, সেটি গ্রুপ মেম্বারদের মাঝে বিরক্তির সৃষ্টি করতে পারে। সেজন্য প্রমোশন করতে হলে,সেই দিকে খেয়াল রেখেই করতে হবে।
৪। একটি সক্রিয় গ্রুপের কভার ফটোকে ব্রান্ডিংয়ের জন্য ব্যবহার করতে পারেন।
৫। মাঝে মাঝে কিছু পোস্টকে ইনফোগ্রাফিক আকারে তৈরি করে সেখানে কোম্পানীর লোগো ব্যবহার করে পোস্ট করা যেতে পারে। এই ইনফোগ্রাফিক ছবিটি যদি মানুষের উপকারে আসে, তাহলে নিশ্চিত থাকুন,গ্রুপ মেম্বাররাই সেটিকে প্রচুর শেয়ার করবে। ফলাফল, গ্রুপটির ব্যপারে এবং কোম্পানীর ব্যপারে আরো অনেকে জানতে পারবে।
৬। গ্রুপে অ্যাডমিন হিসেবে নিজেকে মাঝে মাঝেই ভাল পোস্ট দিতে হবে, যা দেখে অন্যরা এই গ্রুপে জয়েন করতে আগ্রহবোধ করবে এবং অন্যদেরকেও গ্রুপের মেম্বার হওয়ার জন্য পরামর্শ দিবে।
৭। গ্রুপের অন্যদের পোস্টে অ্যাডমিনকেও নিয়মিত কমেন্ট করতে হবে। কমেন্টের মাধ্যমে যদি অ্যাডমিনকে অভিজ্ঞ হিসেবে প্রকাশ করা যায়, তাহলে মেম্বারগণ সেই অ্যাডমিনের পার্সোনাল আইডিতে গিয়ে ফ্রেন্ড রিকোয়েষ্ট পাঠাবে।
চাইলে আপনি আমাদের থেকে রেডি করা গ্রুপ কিনতে পারেন আবার চাইলে আপনি আমাদের থেকে গ্রুপের জন্য মেম্বারস ও কিনতে পারেন আমার নিজের গ্রুপ
Buy Facebook Group Members For Your Groups