ব্যবসার প্রসারে নেটওয়ার্কের মার্কেটিং অপরিহার্য গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক মার্কেটিং টিপস

ব্যবসার প্রসারে নেটওয়ার্কের মার্কেটিং অপরিহার্য গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক মার্কেটিং টিপস
নেটওয়ার্ক মার্কেটিং কথাটি শুনে ভয় পাবার কোনো কারণ নেই। আমার এখানে কোনো MLM বিজনেস এর কথা বলছি না । আমরা এখানে একটা বিজনেস নেটওয়ার্ক এর কথা বলছি । আমার সবাই জানি যার বিজনেস নেটওয়ার্ক যত বড় সে বিজনেস লাইফ এ ততো বেশি সাকসেসফুল ।
আমার যে বিজনেসই করি না কেন আমার যদি আমাদের বিজনেস এ নেটওয়ার্ক মার্কেটিং সঠিক ভাবে কাজে লাগাতে পারি , তবে সাকসেস পাওয়াটা আমারদের জন্য কিছুটা হলেও সহজ হয়ে যাবে । তাই আজকে মোস্ট ইম্পরট্যান্ট কিছু নেটওয়ার্ক মার্কেটিং টিপস দেয়া হল :
⛳ টিপস একঃ
প্রথমে লক্ষ্য স্থির করুন এরপর পরিকল্পনা গ্রহন করুন এবং পরিকল্পনার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহন করে তা বাস্তবায়ন করুন।
⛳ টিপস দুইঃ
আজ রাতে বসে আগামী দিনের কর্ম-পরিকল্পনা প্রস্তুত করে ফেলুন, কাজগুলো সময়মত ও সঠিকভাবে সম্পাদনের জন্য মানসিক প্রস্তুতি নিন।কোথায় কার সাথে দেখা করবেন, কি বলবেন সেটাও ঠিক করে রাখুন ।
⛳ টিপস তিনঃ
আপনার বিজনেস এর সকল ক্লায়েন্ট এক রকম না । ভিন্ন ভিন্ন ব্যক্তিকে ভিন্ন ভিন্নভাবে ফলোআপ করুন। কারণ প্রত্যেকের মনোভাব ভিন্ন। এক্ষেত্রে নিজেকে ধৈর্য্যশীল ও অনুপম ব্যক্তিত্বের অধিকারী হতে হবে।
⛳ টিপস চারঃ
সর্বদা হাসি-খুশী প্রানবন্ত আচরন প্রদর্শন করুন । প্রানবন্ত পরিবেশ অন্যদের মাঝে ইতিবাচক মনোভাব তৈরী করে।মনে রাখবেন ” একজন হাসি খুশি বিজনেস পারসন এর বিজনেস অটো বুস্ট হয় ” ।
⛳ টিপস পাঁচঃ
নিজে যতবেশি জানবেন ও ব্যক্তিত্বের অধিকারী হবেন ততবেশি অন্যদের প্রভাবিত করতে পারবেন। আর বিজনেস মার্কেটিং এর অন্যতম প্রধান শর্তই হলো অন্যকে প্রভাবিত করা ।
⛳ টিপস ছয়ঃ
নিজেকে ভালো শ্রোতা হিসেবে তৈরী করে নিন। গ্রহীতা বা সম্ভাবনাময় ক্রেতাকে বলার সুযোগ দিন।বিজনেস মার্কেটিং মানেই সম্পর্ক তৈরি করা । ক্রেতার সাথে এমন সম্পর্ক তৈরি করুন যেন তিনি আপনাকে তার নিজেরই একজন ভাবেন ।
⛳ টিপস সাতঃ
একজন সফল ব্যক্তি ঐ ব্যক্তি যিনি নিজের ভুল হতে শিক্ষা গ্রহন করেন। কিন্তু একজন অতি সফল ব্যক্তি ঐ ব্যক্তি, যিনি অন্যের ভুল হতে শিক্ষা গ্রহন করেন।আমাদের জীবনটা খুব ছোট, জীবনে কিছু করার জন্য আমরা ২০-৩০ বছর সময় পাই । এই মূল্যবান সময়টা যদি শুধু নিজের উপরে থিসিস করে করেই শেষ করে ফেলি , তবে আমাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে । তাই অবশ্যয় অন্যের ভুল থেকেই আমাদের শিক্ষা নিতে হবে ।
? আপনাকে বিনীত ভাবে অনুরোধ করছি যদি আমাদের এই ছোট্ট উদ্যোগ আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের কাজের স্পৃহা আরো বাড়িয়ে দিতে আপনারা বিশেষ ভূমিকা রাখবেন এবং সেই সাথে আপনার একটি শেয়ার হয়তো আপনার নিকটস্থ কারো জন্য একটি নতুন দরজা খুলে দিতে পারে । আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে ।