বাংলালিংক সিমে ১২ জিবি ইটারনেট একদম ফ্রি

আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন । আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আবারো আমি আপনাদের মাঝে চলে আসলাম নতুন বাংলালিংক সিমের একটা অফার নিয়ে। তো এই অফারটা সম্পর্কে হয়তো অনেকে জানেননা, মূলত যারা জানেননা তাদের জন্য এই পোষ্টটি। তো শুরু করার আগে ধন্যবাদ জানাই যাদের অক্লান্ত পরিশ্রমে MDOmarMakki.Org সাইটি এগিয়ে যাচ্ছে এবং যাদের কারণেই আজকে পোষ্ট করার সৌভাগ্য অর্জন করেছি তাদের।
তো চলুন আজকের পোষ্টটি শুরু করা যাক,
টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন বাংলালিংকে ১২ মাসে ১২ জিবি ফ্রি ইন্টারনেট কিভাবে নিবেন সে সম্পর্কে পোষ্টটি আর এজন্য অবশ্যই আপনার সিমটি নতুন হওয়া আবশ্যই। নতুন বলতে ১ লা এপ্রিলের পর যারা বাংলালিংক সিম কিনেছেন শুধুমাত্র তারা এই অফারটি উপভোগ করতে পারবেন। তাছাড়া যাদের সিম পহেলা এপ্রিলের আগে কিনেছেন তারা অফারটি পাবেন না। তো কিভাবে এই অফারটি পাবেন এ সম্পর্কে বাংলালিংক তাদের যে অফিশিয়াল পেজ আছে সেখানে তারা বলেছে,এই অফারটি চালু করার জন্য প্রথমবার আপনাকে ২৭ টাকা রিচার্জ করতে হবে তখন ১ জিবি পাবেন। আর পরবর্তী মাসে শুধুমাত্র *১২১*১১১# ডায়াল করে ফ্রিতে ১ জিবি পাবেন। এভাবে প্রতিমাসে কোডটি ডায়াল করে ১১ মাসে ১১ জিবি ইন্টারনেট ফ্রিতে পাবেন।
তো চলুন দেখেনিই বাংলালিংক তাদের পেজে কি বলেছে স্কিনশর্ট ফলো করুন
এটা যে তাদের অফিশিয়াল পেজ তার প্রমাণ দেখুন
তো এবার দেখুন ১২ জিবি ফ্রি সম্পর্কে
আমার সিমটি মার্চ মাসে কেনা ছিলো তবুও আমি কমেন্ট করেছিলাম তারা কি বলেছে দেখুন
আশাকরি সবাই বুঝতে পেরেছেন। যাদের নতুন সিম আছে তারা প্রথম ২৭ টাকা রিচার্জ করার পর পরবর্তীতে এ অফারটি উপভোগ করুন। পোষ্টের ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকল প্রকার ফ্রিনেট ও ইনকাম সাইটের আপডেট পেতে Actve|
তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি (খোদাহাফেজ)