বাংলালিংকে প্রতিদিন ফ্রিতে নিয়েনিন ২৫ এমবি
বাংলালিংকে প্রতিদিন ফ্রিতে নিয়েনিন ২৫ এমবি আর প্রথমবার সাইনআপে পাবেন আরো ১০০ এমবি

আসসালামু আলাইকুম, আশাকরি সবাই ভালো আছেন।আমিও অনেক ভালো আছি।আর Tipsnow24 এর সাথে থাকলে অবশ্যই ভালো থাকবেন।তাইতো আবারো আজ লিখতে বসলাম কিভাবে বাংলালিংক সিমে প্রতিদিন ২৫ এমবি ফ্রিতে নিবেন এবং প্রথমবার সাইনআপের কারণে আরো ১০০ এমবি।আমি আগে থেকেই সাইন আপ করেছিলাম তাই ১০০ এমবিটা দেখানো সম্ভব হচ্ছেনা, তবে ২৫ এমবি প্রুফ দেখাবো।আর আপনারা প্রথমবার লগইন করলে মোট ১২৫ এমবি পাবেন।
তো শুরু করার আগে ধন্যবাদ জানাই, গতকাল আমি এ সাইটে আসার পর পোষ্ট করেছিলাম যারা আমার পোষ্ট পাবলিশ করে Author হওয়ার সুযোগ দিয়েছেন তাদেরকে।
তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক,প্রথমে সরাসরি সাইটে যেতে ব্রাউজার সার্চবারে eselfcare.banglalink.net লিখে সার্চ দিন।
এবার ক্রমানুসারে স্কিনশর্ট ফলো করুন
আশাকরি পোষ্টটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে এরকম ফ্রিনেট ও এ্যাপ রিভিইউ এর আপডেট পেতে আমার পোষ্টটিতে কোনো জায়গায় ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।আজকের মতো বিদায় নিচ্ছি (খোদাহাফেজ)