বউয়ের ইচ্ছে (১ম পর্ব)

বউয়ের ইচ্ছে (১ম পর্ব)
ঘুমাচ্ছিলাম,হঠাৎই কারো ধাক্কায় ঘুম ভেঙে গেলো……!!
তাকিয়ে দেখি, সুলতানা তাকিয়ে আছে আমার দিকে…..!!
বিরক্ত হবার কথা ছিলো,যেহেতু সাধের ঘুমটা
ভেঙে দিয়েছে…….
তাও হাসি হাসি ভাব নিয়ে বললাম…….
— কি গো কিছু বলবে……?( আমি)
— হুমমমম…..( সুলতানা)
— তো বলো……( আমি)
— আসলে বলছিলাম কি……( সুলতানা)
— থামলে কেন কি বলবে বলো…..( আমি)
— আসলে…….( সুলতানা)
— কি বলবে বলো।এতো আমতা আমতা কেন
করছো…..?( আমি)
— একটা কথা বললে শুনবে…..?( সুলতানা)
— অবশ্যই,কেন নয়।এমন কখনও হইছে তোমার
কোন কথা শুনিনি..?বলো কি বলতে চাও……( আমি)
মাথায় হাত দিয়ে বলল…..
— তুমি আবার বিয়ে করো…..( সুলতানা)
কথাটা বলতেই শুয়া থেকে উঠে বসে পড়লাম……!!
— মানে কি সুলতানা, কি বলছো এইসব….? মাথা ঠিক আছে তো…..?( আমি)
— হুমমমম।আমার মাথা একদম ঠিক আছে।আমি সুস্থ
মস্কিষ্কে ই বলছি তুমি আরেক টা বিয়ে করো।কারণ আমি হয়তো কখনই তোমাকে একটা বাচ্চা দিতে পারবনা।তাই বলে তুমি কেন,বাবা ডাক শোনা থেকে বঞ্চিত হবা?তাই বলছি কি,তুমি ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে নাও।কথা দিচ্ছি তোমার বিয়ের পর আমি আর তোমাদের চোখের সামনে থাকবনা।
যাতে করে তোমার কষ্ট হয়…….( সুলতানা)
মাথায় হাত দিয়ে বললাম……
— আচ্ছা সুলতানা একটা সম্পর্কের মধ্যে কি সব চাওয়া পাওয়া গুলো পুরণ হয়?আল্লাহ কি সবাই কে সব দেয়,যদি দিতো তবে কি মানুষ কখনও অসুখী হতো?
আরে আল্লাহ সবার জীবনেই কোন কিছুর ঘাটতি
রেখে তাদের পরীক্ষা করে।হয়তো এইটাও আমাদের পরীক্ষা ই।তাছাড়া সন্তান না হওয়ার পিছনের সমস্যাটা শুধু তোমারি মনে করছো কেন? সমস্যাটা তো আমারো হতে পারে নাকি……( আমি)
সুলতানা কে আরো একটু কাছে টেনে একদম বুকের সাথে চেপে ধরে বললাম……
— আচ্ছা সুলতানা বাচ্চা না হওয়ার পিছনের সমস্যাটা যদি আমার হয়,তবে কি তুমি আমায় ছেড়ে চলে যাবে?
আরেক টা বিয়ে করবে…..?( আমি)
— একদম জোর দিয়ে বলল,কখনই না। পারবোনা তোমায় ছাড়া আর কাউকে স্বামী মানতে…..( সুলতানা)
— তবে আমায় কেন আবার বিয়ে করতে বলছো?তবে কি তুমি আমার ভালোবাসায় কোন কমতি দেখেছো….( আমি)
— আরে কি যে বলো না, কমতি কেন হবে,বিয়ের
আগে পরে কত রং চং করছি,তাও তুমি আমায় কিছুই
বলোনি। মানিয়ে নিয়েছো অফুরন্ত ভালোবাসা দিয়েছো,তা কি কখনই ভুলে যাবো আমি? কিন্তু জানো তো,একটা বাচ্চার যে,আমারও অনেক সাধ গো।
কখনই এই সাধ টা পূরণ হবে কিনা জানিনা…….( সুলতানা)
— ভরসা দিয়ে বললাম,হবে সোনা হবে।আল্লাহ অবশ্যই একদিন আমাদের ডাক শুনবেন…..( আমি)
— কিন্তু কবে….?( সুলতানা)
— সময় আসুক।সব কিছুর ই তো একটা সঠিক সময়
আছে নাকি?এত তাড়াহুড়ো করলে হয় বলো তো…..( আমি)
— তাড়াহুড়ো কি বলছো গো,আমাদের বিয়ের চার
বছর হতে চলল,আর এখনও আমি মা হতে পারলাম না। এইটা যে কতটা কষ্ট আর লজ্জার তা তুমি বুঝবানা……( সুলতানা)
— আরে বোকা পাগলি লজ্জা কি শুধু তোমার ই?
আমার না….( আমি)
একটু পর সুলতানা আমার দিকে তাকিয়ে হেসে ফেলল…..!!
— কি ব্যাপার আবার হাসছো যে….?( আমি)
— এমনি….( সুলতানা)
— এমনি এমনি কেউ এমন সিরিয়েস মোমেন্ট এ হাসে?
এর ভিতর অবশ্যই কারণ আছে…..( আমি)
— তুমি বুঝবানা…..( সুলতানা)
— তা ঠিক বলছো,সয়ং গুনিজনেরাই নাকি নারীর মন
বুঝলনা,আর আমি মাত্র একজন সামান্য সাধারন মানুষ……( আমি)
ওই সয়তান,বলেই বসিয়ে দিলো দু তিনটে কিল ঘুষি…..!!
আমি থামিয়ে,একদম শক্ত করে চেপে ধরে
বললাম…….
— আমায় ছেড়ে চলে গেলে,আমায় এমন করে মারবে কে হুমম..?( আমি)
— কেন,, নতুন বউ……( সুলতানা)
— আরে কেউ পারবেনা,আমার পাগলিটার মতো মারতে
আর ভালোবাসতে। কত কষ্ট করে পটিয়েছি মনে আছে?এত কষ্টে পাওয়া ধন,অকালে হারাই কেমনে….( আমি)
— কি যে বলো,তা কি আমি কখনই ভুলবো নাকি….( সুলতানা)
— এই এইবার অনেক হইছে,তুমি এখন ঘুমাও……( আমি )
— তুমি ঘুমাবে না…?(সুলতানা)
— না……( আমি )
— কেন গো…..?(সুলতানা)
— আজকে কি একটা বার ও আমায় আদর করেছো?
আদর না করলে ঘুম আসবে কি করে…..?( আমি)
— নাক টা টিপে বলল,ওলে বাবা লে,এতক্ষণ তো
দিব্বি ঘুমাচ্ছিলে…..( সুলতানা)
— আরে ঘুমায় নি গো,ঘুমের ভান করতেছিলাম…..( আমি)
— কেন,কেন কেন…..?( সুলতানা)
— দেখতেছিলাম,বউটা আমায় ঘুমের মধ্যে আদর
করে কিনা। কিন্তু দুঃভাগ্যবশত আদর তো করলো না ই,মাঝ রাতে ডেকে উঠিয়ে অবাস্তব একটা ইচ্ছের কথা বললো, যার কোন ভিওিই নেই আমার কাছে। তাই ডিসিশন নিয়েছি কাল থেকে আর বউয়ের পাওনাটা
ও আর দেবোনা……( আমি)
— ইসসসসসস…কত সখ। না দাও,কি করে যে আদায় করতে হয় তা আমি জানি, হি হি……( সুলতানা)
— দেখা যাবে কাল। এখন অন্তত ঘুমাও।না হলে অসুস্থ হয়ে পড়বে তো……( আমি)
— ওকে।ঘুমাচ্ছি……
বলেই আমার বুকে মাথাটা রেখে চোখ বন্ধ করে রাখলো সুলতানা……..!!
একটু পর মনে হয় ঘুমিয়ে পড়ছে……!!
সুলতানার ঘুমন্ত চেহারাটা একদম নিষ্পাপ বাচ্চার মতো। দেখেই মনে হচ্ছে কত শান্ত…….
অথচ ওরে মানাতে লেগে গেছে আমার পুরো একটা বছর…….!!
সুলতানা কে বিয়ে করার আগের ঘটনা……
অনেকক্ষণ যাবত বসে আছি আমরা……
আমি,আমার ভাই আর আমার দুলা ভাই…….!!
আমরা মেয়ে দেখতে এসেছি।একদম চূড়ান্ত দেখা…..
আগে সবাই দেখে গেছে…….!!
মেয়ে ওদের পছন্দ ও হয়েছে…..
আজকে আমি দেখে আংটি পড়িয়ে রেখে যাবো……!!
কিন্তু মেয়ে আসার নাম ই নেই……
এক ঘন্টা হয়ে গেছে…..!!
আমি বিরক্ত হয়ে যখনি উঠতে যাবো,তখন ই মেয়ের আগমন……….
শীঘ্রই ২য় পর্বে আসতেছে।