ফ্রিল্যান্সিং এর নামে প্রতারনা

Contents
ফ্রিল্যান্সিং এর নামে প্রতারনা
ফ্রিল্যান্সিং কি ?
ফ্রিল্যান্সিং বলতে আমরা বুঝি অনলাইন সম্পর্কিত কাজ । যে কাজ আমরা ঘরে বসে অনলাইনে করতে পারি এবং তা থেকে আয় করতে পারি ।
কিভাবে ?
এখন কথা হচ্ছে কিভাবে আমরা ফ্রিল্যান্সিং করে আয় করতে পারি , সে জন্য আমাদের দরকার সঠিক দিক নির্দেশনা ।
এই দিক নির্দেশনা দেওয়ার নামে আমাদের দেশের কিছু বুদ্ধিমান ব্যক্তিরা প্রশিক্ষন কেন্দ্র খুলে বসেছে । তারা প্রতিনিয়ত টার্গেট করে যাচ্ছে তাদের যারা কেবল নতুন করে ফ্রিল্যান্সিং শুরু করতে চাইছে । এইসব প্রশিক্ষন কেন্দ্র গুলু নতুন মাথা গুলুর ভিতরে খুব ভাল করে ঢুকিয়ে দিচ্ছে যে হ্যা, আসুন আমাদের প্রশিক্ষন কেন্দ্রে, প্রশিক্ষন নিন এবং হাজার হাজার ডলার ইনকাম করুন খুব সহজে । আর এইভাবে তারা ফ্রিলান্সিং প্রশিক্ষনের নামে হাজার হাজার টাকা লুফে নিচ্ছে সাধারন পাবলিকদের কাছে থেকে ।
তাহলে আমরা কিভাবে ফ্রিল্যান্সিং শিখবো ?
আমাদের দেশের বেশ কিছু প্রতিষ্ঠান আছে যে গুলু অনেক ভাল মানের প্রশিক্ষন দিয়ে থাকে ।
ব্যাক্তিগত পরামর্শ !
সব চাইতে ভালো হয় যদি আপনার আশেপাশের সিনিয়র ফ্রিল্যান্সারদের পরামর্শ নিয়ে এগিয়ে চলা ।
Google এবং Youtube থেকে নিজে নিজে শেখা । আর আমার মনে হয় যারা Google এবং Youtube ব্যবহার করতে পারেনা তাদের ফ্রিল্যান্সিং পেশায় না পদার্পণ করায় ভাল।