ফেসবুক পোস্ট বুসট বন্ধ করুন – তার পরিবর্তে করুন

ফেসবুক পোস্ট বুসট বন্ধ করুন – তার পরিবর্তে করুন
ফেসবুক পোস্ট বুসট করার পরিবর্তে ফেসবুক এডস ম্যানেজার ব্যাবহার করে এডভান্স লেভেলের
পোস্ট তৈরি করার কথা ভাবুন । এডস ম্যানেজারের মাধ্যমে আপনার কনটেন্ট এর রিচ আরও বাড়াতে সক্ষম হবেন । যখন আপনি আপনার বিনিয়োগের সঠিক ব্যাবহার করতে পারেন বেটার Targeting, বেশী Features, এবং উচ্চ পর্যায়ের Contention এর উপর ফেসবুক এড Auction কাজে লাগিয়ে ।
এডস ম্যানেজারের মাধ্যমে পোস্ট প্রমট করে অতিরিক্ত সুবিধা গ্রহন করে আপনি অনেক বেশী
লাভবান হতে পারেন তাই আমি জোরেশোরে এর সুপারিশ করে থাকি ।
কেন এডস ম্যানেজার থেকে এড দিবেন তার সুবিধা অসুবিধা ছবিতে দেখানো হল ।
কিভাবে এডস ম্যানেজার ব্যাবহার করে ফেসবুক পোস্ট প্রমট করবেন তার দ্রুত এবং সহজ ৬ টি
পদক্ষেপ বলা হল ।
– এডস ম্যানেজারে সবুজ “create” বাটন ক্লিক করুন ।
– “Engagement” বাটন objective হিসেবে বেছে নিন ।
– Targeting parameters বেছে নিন আপনার টার্গেট গ্রাহকের নিকট কনটেন্ট পৌঁছান নিশ্চিত করতে ।
Drop-down menu তে ক্লিক করুন আপনার আগের পোস্ট কে রি ডিজাইন করতে ।
– ক্যাম্পেইন লঞ্চ করুন ।
– আপনার আগের সব পোস্ট প্র মট করতে এই প্রক্রিয়া প্রতিবার করতে থাকুন
এই প্রক্রিয়া বেশী টাইম নিবে পেজ থেকে বুসট করার থেকে তবে যাইহোক এই প্রক্রিয়া আপনার খরচ হিসেবে বেশী কার্যকারী হয়ে থাকে ।