ফার্স্ট ফুড বিজনেস আইডিয়া

ফার্স্ট ফুড বিজনেস আইডিয়া
সম্ভাব্য পুঁজি : ২,০০,০০০ টাকা থেকে ৫,০০,০০০ টাকা পর্যন্ত ।
সম্ভাব্য লাভ : মাসে ৩০ থেকে ৫০ হাজার টাকা আয় করা সম্ভব।
⛳ প্রস্তুত প্রণালি:
ফাষ্টফুডের জন্য প্রযোজ্য খাবার স্যান্ডউইচ, বারগার, নানা ধরণের রোল, শর্মা, পিজ্জা,চিকেন ফ্রাই, নুডুলসসহ বিভিন্ন ধরণের খাবার আগে থেকে তৈরী করে দোকানে সুন্দর করে সাজিয়ে রাখতে হবে। ক্রেতার চাহিদা অনুযায়ী তাৎক্ষনিক খাবার গরম করে পরিবেশন করতে হবে। তবে জুস ক্রেতার চাহিদা জেনে নিয়ে তথনই বানিয়ে দিতে হবে। জুস আগে তৈরী করে রাখা উচিত নয়।
⛳ বাজারজাতকরণ :
ক্রেতা নিজেই পন্যের কাছে আসবে। শুকনা এবং ভারী খাবার বলে ব্যস্ত মানুষ মাত্রই ফাষ্টফুডের ভোক্তা। তবে বিভিন্ন অফিসে যোগাযোগের মাধ্যমে বিকালের নাস্তা হিসাবে খাবার সাপ্লাইয়ের কাজ করা যেতে পারে।
⛳ স্থান নির্বাচন :
সাধারণত শহরের কেন্দ্রে বা বাজারে, মূলত যেখানে লোক সমাগম বেশি হয় সেখানে ফাস্টফুড দোকান গড়ে তোলা লাভজনক। এছাড়া রাস্তার ধারেও ফাস্টফুড দোকান গড়ে ওঠে। আসলে ফাস্টফুড দোকান গড়ে তোলার সময় লক্ষ্য রাখতে হবে যেন সেটা এমন স্থানে হয় যাতে মানুষ সেখানে সহজেই আসতে পারে এবং তার কাজের জায়গায় অল্প সময়ে যেতে পারে।
⛳ প্রশিক্ষণ
ফাস্টফুড দোকান দেয়ার আগে এ ব্যবসায় অভিজ্ঞ কারও কাছ থেকে ব্যবসার বিস্তারিত জেনে নিলে সফলভাবে ব্যবসা পরিচালনা করা সম্ভব হবে। কোন ফাস্টফুড দোকানে সহকারী হিসেবে কাজ করে পরে নিজেই ব্যবসা শুরু করা যেতে পারে। এছাড়া রেসিপি জানলে বা রেসিপি সম্পর্কে ভাল ধারণা থাকলে ভালো হয়।
⛳ যোগ্যতা:
বিশেষ যোগ্যতার প্রয়োজন নেই তবে খাদ্যের পুষ্টিগুণ সম্পর্কে জানা থাকলে ভালো।
? আপনাকে বিনীত ভাবে অনুরোধ করছি যদি আমাদের এই ছোট্ট উদ্যোগ আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের কাজের স্পৃহা আরো বাড়িয়ে দিতে আপনারা বিশেষ ভূমিকা রাখবেন এবং সেই সাথে আপনার একটি শেয়ার হয়তো আপনার নিকটস্থ কারো জন্য একটি নতুন দরজা খুলে দিতে পারে । আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে ।