Adsense Tips And TricksBangla ArticlesBlogging TipsEarning Tips & Tricks

গুগল আডসেন্স এর চিঠি খুব সহজে হাতে পাবেন যেভাবে

Contents

গুগল আডসেন্স এর চিঠি খুব সহজে হাতে পাবেন যেভাবে

গুগল অ্যাডসেন্স এ কাজ করে টাকা হাতে পাওয়ার আগে। আমাদের সব থেকে বড় একটি ধাপ পার করতে হয়। হ্যা বন্ধুরা আমি এড্রেস ভেরিফায় এর কথা বলতেছি। গুগল অ্যাডসেন্স এর নিয়ম অনুসারে প্রত্যেক কে তার একাউন্ট টি ভেরিফায় করতে হয়। যখন আমরা আমাদের একাউন্ট এ ১০ ডলার এর বেশি আয় করি। তখন গুগল থেকে আমাদের ঠিকানায় একটি চিঠি পাঠায়। চিঠি তে থাকা কোড টি দিয়ে আমাদের একাউন্ট ভেরিফায় করতে হয়। অনেকের ক্ষেত্রে এই কাজটি অনেক চ্যালেঞ্জের।কিন্তু সঠিক নিয়ম জানলে চিঠি পাওয়া সময় এর ব্যাপার। চলুন তাহলে জেনে নেওয়া জাক কিভাবে আপনি খুব সহজে গুগল এর চিঠি হাতে পাবেন।

 

গুগল আডসেন্স এর চিঠি খুব সহজে হাতে পাবেন যেভাবে
গুগল আডসেন্স এর চিঠি খুব সহজে হাতে পাবেন যেভাবে

 

প্রথমত গুগল এর চিঠি হাতে পেতে হলে সবার আগে আপনার ঠিকানা সঠিক ভাবে দিবেন। আপনি যখন একাউন্ট খুলবেন তখন অবশ্যই আপনার সঠিক ঠিকানা দিবেন। খেয়াল রাখবেন জাতে আপনার পোস্টাল কোড ঠিক থাকে। এবং আপনার ঠিকানার সাথে আপনার মোবাইল নম্বার টি দিয়ে দিবেন। আশা করি ১ মাসের মধ্যে চিঠি হাতে পাবেন। ১ মাস এর ভিতর চিঠি না পেলে আপনার উপজেলার পোস্ট অফিসে খোজ নিলে চিঠি পেয়ে যাবেন।

সাধারনত আপনারা যে প্রশ্ন করে থাকেন

প্রশ্নঃ চিঠি কখন পাঠায়?

উত্তরঃ আপনার একাউন্ট এ ১০ ডলার আয় হলেই আপনার ঠিকানায় চিঠি পাঠাবে।

প্রশ্নঃ কত দিনে চিঠি হাতে পাওয়া জায়।

উত্তরঃ বাংলাদেশে সাধারণত ৩০ দিনের মধ্যে চিঠি পাবেন। আপনি যদি ঢাকার ভিতর থাকেন তাহলে ১৫ দিনেও পেতে পারেন।

প্রশ্নঃ চিঠি না আসলে কি করবো?

উত্তরঃ ২১ দিনের মধ্যে চিঠি না পেলে আপনি আবার নতুন ঠিকানায় চিঠি পাঠানর আবেদন করতে পারবে।

প্রশ্নঃ যদি প্রথম বারে চিঠি পাঠানোর পর চিঠি না পাওয়ায় আবার আবেদন করি।। এবং প্রথম চিঠি পেয়ে জায় এমন অবস্থায় করনিয় কি?

উত্তরঃ আপনি ৩ বার চিঠি পাঠানোর জন্য আবেদন করতে পারবেন। প্রত্যেক বার আপনাকে এক পিন পাঠানো হবে। সুতরাং আপনি যে কোন একটা চিঠি পেলেই সেটা দিয়ে ভেরিফায় করতে পারবেন।

প্রশ্নঃ ৩ বারে চিঠি না পেলে কি করবো??

উত্তরঃ ৩ বারে চিঠি না পেলে আপনার ভোটার আইডি দিয়ে একাউন্ট ভেরিফায় করতে পারবেন।

আসা করি বুঝতে পেরেছেন আর কোন প্রশ্ন থাকলে কমেন্ট করে জানুন। অবস্যই পোস্ট টি সেয়ার করবেন।। আপনাদের ভালোবাসা আমাকে আরো ভালো ভালো পোস্ট করতে সহয়তা করবে।।

Shakil Ahmed

I'm a Content writer. My topic is Tech, Story, SEO, Digital Marketing etc. I'm Work With MDOmarMakki.Org Website for CEO of This Website MD Omar Makki

Related Articles

Back to top button
error: Alert: Content is protected !!