Bangla ArticlesDigital Marketing TipsE-Commerce Tips & tricksWeb Develop & Design

কেন ভিজিটর আপনার ওয়েবসাইট থেকে বের হয়ে আসে ?

কেন ভিজিটর আপনার ওয়েবসাইট থেকে বের হয়ে আসে ?

 

– আপনার ওয়েবসাইট এ কনটেন্ট এর অভাব থাকলে ৪৪ % পর্যন্ত সম্ভাব্য গ্রাহক হারাতে পারেন ।

– একটি বিজনেস ওয়েবসাইট থেকে সব থেকে বেশী যে তথ্য পাওয়া যায় না তাহলো কিভাবে যোগাযোগ করা হবে ।

– আপনার ওয়েবসাইট এর ৭৫ % সম্ভাব্য গ্রাহক বের হয়ে আসে যদি পেজ তাড়াতাড়ি লোড না হয় ।


– ৪৬ % সম্ভাব্য গ্রাহক ওয়েবসাইট থেকে বের হয়ে আসে যখন দেখে যে কোন উদ্দেশ্য নাই বা কি করে তা বলা নাই ।


– যদি ওয়েবসাইট এ কনটেন্ট অগোছালো থাকে তবে ৩৮ % সেই ওয়েবসাইট এড়িয়ে চলে ।

– ৬৬ % গ্রাহক যে ওয়েবসাইট দেখতে সুন্দর সেটা বেশী পছন্দ করে থাকে ।

MD Omar makki

My name is MD Omar Makki, I’m working as Web Developer/Designer, SEO (Search Engine Optimization), SMM (Social Media Marketing), SMO (Social Media Optimization), Hosting Provider, SMA (Social Management Account), Business Adviser, E-Commerce Business Developer from last 6 years.

Related Articles

Back to top button
error: Alert: Content is protected !!