কিভাবে মানুষের আবেগ কে কাজে লাগাবেন আপনার মার্কেটিং কার্যকারিতা বাড়াতে

কিভাবে মানুষের আবেগ কে কাজে লাগাবেন আপনার মার্কেটিং কার্যকারিতা বাড়াতে ।
– মানুষ ভিড়ের মাঝে নিজেকে আলাদা করে দেখাতে চাই –
আপনার গ্রাহকের সোশ্যাল আইডেন্টিটি ইউনিক ভাবে তুলে ধরতে সাহায্য করতে পারেন । যেমন লিমিটেড কালেকশন অফার করে
যারা আপনার কাছে সারা বছরে বেশী ক্রয় করেছে শুধু মাত্র এমন ৫ জন কে দেয়ার মাধ্যমে ।
– মানুষ ভবিষ্যতের ব্যাপারে আত্মবিশ্বাসী হতে চাই –
আপনার প্রডাক্ট / সার্ভিস নিলে গ্রাহকের অবস্থা অতীতের থেকে বেটার হবে তা বুঝাতে সক্ষম হওয়া ।
– মানুষ সুস্ততা ফিল করতে চাই –
গ্রাহক কে সন্দেহ , হুমকি থেকে চিন্তা মুক্ত করার মাধ্যমে এই ফিলিং দিতে পারেন ।
– মানুষ স্বাধীনতা ফিল করতে চাই –
গ্রাহক বাধ্যতা , সীমাবদ্ধতা ছাড়াই নিজের মত আচরণ করতে পারবে ।
– মানুষ শিহরিত হতে চাই –
গ্রাহক কে উত্তেজনাপূর্ণ , মজাার ইভেন্টে অংশ নেয়ার মাধ্যমে তা করতে পারেন ।
– মানুষ অংশীদার হতে চাই –
গ্রাহক কে গ্রুপের অংশ হিসেবে বা এফিলিইয়েট এর সুযোগ দেয়ার মাধ্যমে করতে পারেন ।
– মানুষ পরিবেশ কে রক্ষ্যা করতে চাই –
আপনার প্রডাক্ট / সার্ভিস ব্যাবহার করে গ্রাহক তার আশ পাশ সু রক্ষা করতে পারবে তা দেখান ।