Bangla ArticlesBusiness TipsE-Commerce Tips & tricksWeb Develop & Design
কিভাবে বেস্ট ডোমেইন নাম বেছে নিবেন আপনার বিজনেসের জন্য

কিভাবে বেস্ট ডোমেইন নাম বেছে নিবেন আপনার বিজনেসের জন্য
– “radio test” পাশ করান
আপনি যদি উচ্চস্বরে আপনার ডোমেইন নাম বলেন তাহলে শ্রোতা কি
ব্রাউজারে তা লিখতে পারবে ?
– সোশ্যাল নাম আছে কিনা
আপনি যে সব সোশ্যাল মিডিয়া ইউজ করবেন সে গুলিতে আপনার ডোমেইন নাম একাউন্ত হিসাবে ফাঁকা আছে কিনা
– আপনার ডোমেইন = আপনার ব্র্যান্ড
– সংক্ষেপে রাখুন
ছোট ডোমেইন নাম মনে রাখতে , লিখতে , শেয়ার করতে সহজ
– .com নাকি অন্য কিছু
এখন পর্যন্ত .com রাজা
– ডোমেইন নামে গড়বড় এড়িয়ে চলুন
নামি দামী কোম্পানির নামের সাথে মিল রেখে ডোমেইন নাম রাখা পরিহার করে চলুন
– ডোমেইন নামে কি ওয়ার্ড
ডোমেইন নামে কি ওয়ার্ড আজ থেকে ৫/৭ আগে কাজে লাগত এখন তেমনটি নয় বরং ইউনিক হওয়া চাই ।
– ডোমেইন নামে হাইফেন
ডোমেইন নামে হাইফেন লিখা , বলা যেমন কঠিন কাজ তেমনি সার্চ ইঞ্জিনে স্পামি দেখায়