কার্যকরী কিওয়ার্ড রিসার্চের জন্য ১০টি টিপস

১ . প্রথমেই আপনি সার্চ ইঞ্জিনের ক্রাউলিং প্রসেসের সাথে সাথে সার্চ ইঞ্জিনের সব মৌলিক বিষয়গুলো সম্পর্কে ভালভাবে বুঝুন l
২ . কিওয়ার্ড রিসার্চের জন্য গুগল প্রোডাক্ট যেমন গুগল সাজেস্ট, সার্চ রেজাল্ট পেজের ট্রেন্ডস ও সাজেশন্স এবং গুগল এডওয়ার্ডস কিওয়ার্ড টুল ব্যবহার করুন l
৩ . সার্চ ইঞ্জিন ব্যবহারকারিরা আপনার প্রোডাক্ট বা সেবা খুঁজে বের করার জন্য কি লিখে সার্চ দেয় সে বিষয়ে জানার জন্য বিভিন্ন ফোরাম, লিঙ্কডিন গ্রুপ ও ব্লগ পোস্ট কমেন্টে দেখুন l
৪ . সাম্প্রতিক সার্চের বিষয় জানার জন্য গুগল ওয়েবমাস্টার টুলস, ওয়েব লগস ও অ্যানালাইটিক টুলস ব্যবহার করুন l
৫ . নির্দিষ্ট কিওয়ার্ডের ক্ষেত্রে কম্পিটিটর অ্যানালাইসিস খুব গুরুত্বপূর্ণ l আপনার নতুন ওয়েবসাইটের প্রতিদ্বন্দ্বী যদি সুপ্রতিষ্ঠিত হয় যার ট্রাফিক বেশি তাহলে তার টার্গেট করা কিওয়ার্ড ব্যবহার না করাই ভাল l কারণ তারা ইতিমধ্যে নিজেকে গুগল সার্চে শীর্ষে নিয়ে গেছে l
৬ . আপনার নিশ এর উপর তৈরি করা ব্লগ ও সাইটের কিওয়ার্ড অ্যানালাইসিস করুন l
৭ . প্রধান কিওয়ার্ডের সাথে সামঞ্জস্য রেখে লং টেইল কিওয়ার্ড তৈরি করুন যা আপনার পোস্টের সাথে প্রাসঙ্গিক হবে l
৮ . প্রধান কিওয়ার্ডগুলোর প্রতিশব্দ বা সংশ্লিষ্ট শব্দগুলো নিয়ে রিসার্চ করুন যেগুলো সার্চ ইঞ্জিন ব্যবহারকারিরা সার্চ দেয় l
৯ . আপনার পোস্টের টাইটেল দিয়ে সার্চ দিলে প্রথম পেজে যে ওয়েবসাইটগুলো আসবে সেগুলো অ্যানালাইসিস করুন যাতে বুঝতে পারেন যে কেন এবং কীভাবে তারা প্রথম পেজে এসেছে।
১০ .সর্বোপরি আপনার ভিজিটরের জন্য এমন আর্টিকেল লিখুন যেখানে কিওয়ার্ডগুলো জোর করে চাপিয়ে দেয়া হবে না l
@সংগৃহীত