ওয়েব হোস্টীং ব্লগার্স এবং অ্যাফিলিয়েট মার্কেটার্সদের জন্য অনেক অনেক ইম্পোর্ট্যান্ট একটা ব্যাপার।

ওয়েব হোস্টীং ব্লগার্স এবং অ্যাফিলিয়েট মার্কেটার্সদের জন্য অনেক অনেক ইম্পোর্ট্যান্ট একটা ব্যাপার।
প্রোপার হোস্টিং কেনার উপরে সাইটের অনেক পারফর্মেন্স ডিপেন্ড করি।
আজকে আসুন দেখে নিই, হোস্টীং কেনার আগে কি কি ব্যাপার ভাবতে হবে?
১। আপনার প্রয়োজনীয়তাঃ আপনার কতটুকু হোস্টিং লাগবে সেটার বুঝার নলেজ আপনার থাকতে হবে। সাথে ব্যান্ডউইথ ব্যাপারটা ও ক্লিয়ার হতে হবে।
প্রয়োজনের তুলনায় কম কিংবা অতিরিক্ত বেশী কোনটাই নিবেন না।
২। দামঃ দাম যেন অবশ্যই ন্যায্য হয়। ওইটা বুঝার জন্য আপনি কিছু হোস্টীং কোম্পানির দামের সাথে কমপেয়ার করে নিবেন। তবে ভাল হোস্টিং সার্বিচ এর দাম টা একটু বেশিই পড়ে তাই কম দেখে খারাপ হোস্টিং এ জবেন না।
৩। রিনিউ কস্টঃ অনেক কোম্পানি রিনিউ করার সময় ক্লায়েন্টকে বাশ দেয়। সো, আগে থেকে রিনিউ এর খরচ সম্পর্কে ক্লিয়ার হয়ে নিবেন।
৪। এড অন ডোমেইন কতটা এবং কীভাবে এড করতে হবে বুঝে নিবেন। নতুনদের জন্য এটা খুবই দরকার। এভাবে আপনি একই হোস্টিং এ একাধিক সাইট রান করতে পারবেন।
৫। তাদের কাস্টমার সার্ভিস কেমন সেটা ও দেখবেন। এটা বুঝার জন্য হোস্টিং এর রিভিউ চেক করবেন। নানা সাইট হোস্টিং কোম্পানি রিভিউ করে অ্যাফিলিয়েট থেকে কামানোর জন্য, ওসব এভয়েড করে চেষ্টা করবেন একদম ক্লায়েন্ট লেভেল থেকে কি বলছে সেটা বের করতে পারেন কি না।
৬। রিফান্ড পলিসিঃ তাদের রিফান্ড সিস্টেম আছে কি না, সেটা দেখে নিবেন। থাকলে ও সেটা কার্যকর কি না, সেটা ও দেখে নিবেন।
৭। সাইট ব্যাক আপঃ আপনার সাইটের ব্যাকআপ নিয়ে তারা কি সুবিধা দিচ্ছে সেটা ও দেখে নিবেন।
ধন্যবাদ