আনলাইন মার্কেটপ্লেস নিয়ে কিছু কথা

আনলাইন মার্কেটপ্লেস নিয়ে কিছু কথা
অনলাইনে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের কাজ করা যায় ঘরে বসে। তার জন্য আপনার প্রয়োজন কাজের দক্ষতা যে বিষয় নিয়ে কাজ করবেন। আপনার স্কুল কলেজের সার্টিফিকেট কোন দরকার নেই। যদি আপনি কাজ পারেন ইংরেজি জানেন কাজ করার জন্য প্রয়োজন কম্পিউটার, ভাল নেটের ব্যবস্থা।
অনলাইনে অনেক মার্কেট প্লেস আছে, তার মধ্যে বড় বড় মার্কেটপ্লেস গুলো হল ওডেস্ক, ইল্যান্স, ফ্রিল্যান্সার, ৯৯ ডিজাইন্স ইত্যাদি। বর্তমানে ওডেস্ক ও ইল্যান্স দুটি মিলে আপওয়ার্ক হয়েছে।
অনলাইনে আপানাকে কে চিনে যে আপনাকে কাজ দিবে। আপনাকে কাজ করতে হলে অনলাইন মার্কেট গুলোতে অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট খুব ভাল করে সাজাতে হবে আপনি যা যা কাজ পারেন তার বর্ণনা দিয়ে, কিছু পোর্টফলিও দিতে হবে এই কাজ গুলো আমি করেছি যাতে করে আপনার প্রফাইল দেখে বুঝতে পারে আপনি আসলেই দক্ষ। আপনাকে দিয়ে কাজটা করে নিতে পারবে। আমরা অনলাইনে কাজ কে যত সহজ মনে করি ততটা সহজ না। আবার যদি আপনি দক্ষ হন তাহলে এত কঠিন ও না। যে কোন কাজ তো হুট করে পাওয়া যায় না তার জন্য ধৈর্য ধরতে হয় কঠোর পরিশ্রম করতে হয়। তাহলে সফলতার মূখ দেখতে পারবেন।
লেগে থাকুন শর্টকাট ব্যবহার না করে নিজেকে দক্ষ করে গড়ে তুলুন সফলতা আসবে।